ছবি প্রতীকী
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও শাখায় গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারবে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ০১-১০-২০২২-র হিসাবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ০২-১০-১৯৯২ থেকে ০১-১০-২০২২- এর মধ্যে। ওবিসি ৩ বছর, তপশিলীরা ৫ বছর এবং বিশেষ ভাবে সক্ষমরা ১০ বছর ও প্রাক্তন সহকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, পাশপোর্ট মাপের রঙিন ছবি, সিগনেচার স্ক্যান করে www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সাবমিট করে টাকা জমা করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
প্রার্থী বাছাই
প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে। এরপর ইন্টারভিউের মাধ্যমে মেধা তালিকায় নাম বেরোবে।
ইন্টারভিউয়ে যে সব প্রমাণপত্র লাগবে
ইন্টারভিউের কল লেটার, সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফটো আইডেনটিটি কার্ড, বিশেষ ভাবে সক্ষমরা দেবেন ডাক্তারি সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)।
আবেদনের ফি
পরীক্ষা ফি বাবদ ৮৫০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলী, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ১৭৫ টাকা।
আবেদনের তারিখ
০২-০৮-২০২২ থেকে ২২-০৮-২০২২ তারিখ পর্যন্ত।
ওয়েবাসাইট
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন: www.ibps.in