ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীন জাতীয় গ্রামীণ মিশন প্রকল্পের অন্তর্গত খড়গপুর মহকুমার ১০টি ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে কাজের জন্য ‘আশা কর্মী’ পদে ১০১ জন তরুণী নেওয়া হবে।
কারা আবেদন করবেন
● মাধ্যমিক পাস বা মাধ্যমিক অবতীর্ণ অবিবাহিতা, বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার মহিলারা মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারেন।
বয়স কত হতে হবে
● বয়স হতে হবে ০১.০১.২০২২-এর হিসাবে সাধারণ প্রার্থীদের বেলায় ৩০-৪০ এর মধ্যে। তপশিলিদের বেলায় বয়স হতে হবে ২২-৪০ এর মধ্যে। প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম ও উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কোন ব্লকে কটি শূন্যপদ
● কোন ব্লকে কটি শূন্যপদ রয়েছে তা জানতে পারবেন www.paschimmedinipur.gov.in এই ওয়েবসাইটে। এই পদের মোমো নং-৭৯০/এডিভিটি/আইসিএ/পশ্চিম মেদিনীপুর, তারিখ:১৭.০৩.২০২২।
আবেদনের পদ্ধতি
● দরখাস্ত করবেন সাধারণ কাগজে, নির্দিষ্ট বয়ানে। দরখাস্তের বয়ান সহ বিস্তারিত তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে।
প্রয়োজনীয় কাগজপত্র
● দরখাস্তের সঙ্গে দেবেন যাবতীয় প্রামানপত্রের স্ব-প্রত্যায়িত নকল। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন ‘Application for the post of ASHA for…………. Village under………….. Health sub centre’।
আবেদন পত্র কোথায় জমা দেবেন
● দরখাস্ত জমা দেবেন সংশ্লিষ্ট বিডিও অফিস বা বিএমওএইচ এর ঠিকানায়।
আবেদনের শেষ দিন
● আপনি আবেদন করতে পারেন ৪ এপ্রিল ২০২২ এর মধ্যে।