৯৬ জন তরুণ-তরুণীকে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং দেবে হিন্দুস্তান কপার লিমিটেড।
বিজ্ঞপ্তি নং
HCL/MCP/HR/Apprentice/2022
আসন সংখ্যার বিবরণ
ইলেকট্রিশিয়ান
২২টি
ইন্সট্রুমেন্ট মেকানিক
২টি
মেকানিক ডিজেল
১১টি
ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক)
১৪টি
ফিটার
১৪টি
টার্নার/মেসিনিস্ট
৬টি
এসি অ্যান্ড রেফ্রিজারেশন মেকানিক
২টি
ড্রাফটম্যান মেকানিক্যাল
৩টি
ড্রাফটম্যান সিভিল
১টি
সার্ভেয়র
৫টি
কার্পেন্টার
৩টি
প্লাম্বার
২টি
ম্যাসন (বিল্ডিং কন্ট্রাক্টর)
১টি
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিকের সঙ্গে সংশ্লিষ্ট আইটিআই কোর্স পাশ হতে হবে।
প্রশিক্ষণের সময়
১ বছর।
মেট-মাইনস (ফ্রেশার)
৫টি
শট ফায়ারার/ব্লাস্টার(ফ্রেশার)
৫টি
শিক্ষাগত যোগ্যতা
মাধ্যমিক পাশ
প্রশিক্ষণ
শট ফায়ারার/ব্লাস্টার-এর ক্ষেত্রে ২ বছর। মেট-মাইনস-এর ক্ষেত্রে ৩ বছর।
বয়স
০১.০৪.২০২২ তারিখে ২৫ বছরের মধ্যে হতে হবে। যাঁরা সংরক্ষিত ক্যাটাগরিতে আছেন তারা নিয়ম নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
জেনে রাখুন
যাঁরা ২০১৮ সালের আগে আইটিআই পাশ করেছেন, তাঁরা যে আগে কোথাও অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং নেননি বা কোথাও কাজ করেননি এই মর্মে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে মেজিস্ট্রেট বা নোটারি পাবলিক অফিসার কর্তৃক প্রত্যায়িত একটি এফিডেভিট জমা দিতে হবে।
ওয়েবসাইট
আবেদনের বয়ান পাবেন এই ওয়েবসাইটে: www.hindustancopper.com
আবেদনপত্রের সঙ্গে কী কী লাগবে
● আপনার শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রামাণপত্রের স্বপ্রত্যায়িত নকল।
● জাতি শংসাপত্রের নকল।
● রঙিন পাসপোর্ট মাপের ছবি তিনটি।
● অ্যাপ্রেন্টিশিপ হিসাবে পাওয়া রেজিস্ট্রেশন আইডি স্বপ্রত্যায়িত নকল।
● আধার কার্ডের স্বপ্রত্যায়িত নকল।
● নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লেখা এফিডেভিট।
খামের উপরে লিখবেন
Application for Trade Apprentice for Trade………. শূন্যস্থানে যে ট্রেডে ট্রেনিং-এর জন্য আবেদন করছেন তার নাম লিখবেন।
কোন ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন
Senior Manager (HR), Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Rejaul: Birsa, P.O: Malanjkhand, District: Balaghat, Madhya Pradesh-481116
আবেদনপত্র পৌঁছনোর শেষ তারিখ
আবেদন পৌঁছানোর শেষ তারিখ: ২১ মে ২০২২।
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।
HCL/MCP/HR/Apprentice/2022
২২টি
২টি
১১টি
১৪টি
১৪টি
৬টি
২টি
৩টি
১টি
৫টি
৩টি
২টি
১টি
মাধ্যমিকের সঙ্গে সংশ্লিষ্ট আইটিআই কোর্স পাশ হতে হবে।
১ বছর।
৫টি
৫টি
মাধ্যমিক পাশ
শট ফায়ারার/ব্লাস্টার-এর ক্ষেত্রে ২ বছর। মেট-মাইনস-এর ক্ষেত্রে ৩ বছর।
০১.০৪.২০২২ তারিখে ২৫ বছরের মধ্যে হতে হবে। যাঁরা সংরক্ষিত ক্যাটাগরিতে আছেন তারা নিয়ম নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
যাঁরা ২০১৮ সালের আগে আইটিআই পাশ করেছেন, তাঁরা যে আগে কোথাও অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং নেননি বা কোথাও কাজ করেননি এই মর্মে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে মেজিস্ট্রেট বা নোটারি পাবলিক অফিসার কর্তৃক প্রত্যায়িত একটি এফিডেভিট জমা দিতে হবে।
আবেদনের বয়ান পাবেন এই ওয়েবসাইটে: www.hindustancopper.com
Application for Trade Apprentice for Trade………. শূন্যস্থানে যে ট্রেডে ট্রেনিং-এর জন্য আবেদন করছেন তার নাম লিখবেন।
Senior Manager (HR), Hindustan Copper Limited, Malanjkhand Copper Project, Rejaul: Birsa, P.O: Malanjkhand, District: Balaghat, Madhya Pradesh-481116
আবেদন পৌঁছানোর শেষ তারিখ: ২১ মে ২০২২।
আরও বিস্তারিত জানতে ওয়েবসাইটটি দেখুন।