বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

পেট্রল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। তাই গাড়ি চালাতে হলে জ্বালানির কথা তো অবশ্যই মাথায় রাখতে হবে। কী করে জ্বালানি সাশ্রয় করা যায়, তা জানা থাকলে অনেকেরই সুবিধা হয়।
 

জ্বালানির খরচ কমাতে গাড়ি চালানোর সময়ে এই বিষয়গুলি মাথায় রাখুন

টায়ারের হাওয়ার চাপ

গাড়ির টায়ারে হাওয়া কমে গেলে রাস্তা ও চাকার মধ্যে ঘর্ষণের মাত্রা অনেকটা বেড়ে যায়। এতে ইঞ্জিনের উপর বেশ চাপ বাড়ে। উল্টোদিকে, জ্বালানির খরচও বাড়ে। সে-কারণে গাড়ির টায়ারে হাওয়া ভরে রাখুন সঠিক মাত্রায়।

 

এয়ার ফিল্টার যেন পরিষ্কার থাকে

নিয়মিত গাড়ির এয়ার ফিল্টার পরিষ্কার না থাকলে ইঞ্জিনের উপর চাপ বাড়ে। গাড়ির ম্যানুয়াল বা ইন্টারনেট দেখে সহজেই নিজেই ফিল্টার পরিষ্কার করে নেওয়া যায়।
 

হঠাৎ করে গাড়ির গতি বাড়ানো যাবে না

গ্রিন সিগন্যাল হলেই দ্রুত গাড়ির গতি বাড়াবেন না। ধীরে ধীরে গতি বাড়াতে হবে। একেই রকম ভাবে সিগন্যালে গাড়ি দাঁড় করানোর সময়েও এই নিয়ম মানতে হবে। হঠাৎ ব্রেকে চাপ না দিয়ে আস্তে আস্তে গতি কমিয়ে গাড়ি দাঁড় করাতে হবে। এ ভাবেও গাড়ির তেলের খরচ কমানো সম্ভব।

আরও পড়ুন:

আকাশছোঁয়া পেট্রোলের দাম৷ বাইকের ক্ষেত্রে কীভাবে তেলের সাশ্রয় করবেন? রইল কিছু টিপস

গাড়ি পরিষ্কারে অনীহা? সাধের গাড়িকে ঝকঝকে রাখার সহজ টিপস

 

গাড়ির জানলা খুলে রাখুন

ফাঁকা রাস্তা হলে এসি বন্ধ করে জানলা খুলে রাখুন। এতেও আপনার জ্বালানির খরচ কমবে।
 

ব্যবহার করুন ট্র্যাকিং সার্ভিস

অনেক সময়েই গাড়ি থেকে তেল চুরি হয়। এই সমস্যার সমাধানে ট্র্যাকিং সার্ভিস ব্যবহার। এতে মোবাইলের মাধ্যমে আপনি গাড়িতে না থাকলেও গাড়িতে কী হচ্ছে, তার উপর নজর রাখতে পারবেন।
 

খুব দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না

অনেকই ফাঁকা রাস্তা পেলেই তীব্র গতিতে গাড়ি ছোটান। এরকম করা যাবে না। এতেও জ্বালানির খরচ বাড়তে থাকে।

আরও পড়ুন:

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-৪: কাশীর পথে-ঘাটে

দেদার খানাপিনা হয়ে গিয়েছে? বদহজম এড়াতে সঙ্গে রাখুন এই বিশেষ পানীয়

 

পুরনো চাকা রেখে দিন

গাড়ির চাকা মাঝে মধ্যেই পরিবর্তন করতে হয়। কিন্তু অনেকর হয়তো জানা নেই, নতুন চাকায় অল্প হলেও জ্বালানির খরচ বাড়ে। তাই যে চাকা পরেও ব্যবহার করতে পারবেন, সেরকম পুরনো চাকা ফেলে না দিয়ে রেখে দেবেন। দীর্ঘ যাত্রায়, সেই পুরনো চাকা গাড়িতে লাগিয়ে নিন। দেখবেন তেল খরচ কিছুটা হলেও কমবে।
 

গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

অনেকরই মনে হতে পারে গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সঙ্গে তেলের কী সম্পর্ক। আসল ব্যাপার হল, গাড়ি অপরিচ্ছন্ন হলে খুব সামান্য হলে তাঁ ওজন বাড়ে। এতে তেলের খরচ বাড়ে।


Skip to content