শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

খুব সাধ করে পছন্দের গাড়ি কিনেছেন কিন্তু সময়ের অভাবে গাড়ির নিয়মিত যত্ন নিতে পারছেন না আর একরাশ ধুলো জমা হচ্ছে গাড়ির ওপরে। হঠাৎ যদি কোনও কারণে গাড়ি নিয়ে বেড়াতে হয় এই ধুলোমাখা গাড়ি নিয়ে বেড়াতে গেলে লজ্জায় পড়ে যাবেন নিশ্চয়ই। নির্দিষ্ট সময়ের ব্যবধানে তো সার্ভিসিং করতেই হবে সেই আশায় রেখে দিলে পছন্দের দাম কিন্তু থাকে না। তাই মাঝে মাঝে সময় বের করে নজর দিন গাড়ির প্রতি। কিছু পেশাদারি টিপসের মাধ্যমে এবার পরিষ্কার করে নিন আপনার গাড়ি।

গাড়ির চাকা পরিষ্কার
গাড়ির চাকা পরিষ্কার করার জন্যে এক বালতি জলে ১ চা চামচ শ্যাম্পু মিশিয়ে ভালো করে ফেনা ফেনা করে মিশিয়ে নিন৷ তারপর স্পঞ্জ বা স্ক্র্যা বের সাহায্যে চাকা পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিন৷ গাড়ির চাকা নতুনের মতো ঝকঝক করবে৷

সিট পরিষ্কার
গাড়িতে দু ধরনের সিট হয়, লেদার ও কাপড়ের৷ লেদার সিট পরিষ্কার করার জন্যে ১ কাপ ভিনিগারে ১ কাপ সাবান-গোলা জল দিয়ে মেশান৷ তারপর সুতির কাপড় ভিজিয়ে নিয়ে রগড়ে রগড়ে সিট পরিষ্কার করুন৷
কাপড়ের সিটের ক্ষেত্রে আগে কাপড়ের কভার খুলুন আর ওয়াশিং মেশিনে ৪ কাপ ওয়াশিং পাউডার দিয়ে কভারটি কেচে নিন৷

কাচ ও আয়না
আপনার গাড়ির জানলাগুলোর কাচ আর গাড়ির আয়না চকচকে করার জন্যে ৩ কাপ ভিনিগারে ১ কাপ জল মিশিয়ে একটি স্প্রে তৈরি করে বোতলে ভরে কাচ আর আয়নার ওপর স্প্রে করুন৷ তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন৷ এর ফলে কাচ আর আয়না পরিষ্কার হয়ে যাবে৷

ড্যাশবোর্ড
ড্যাশবোর্ড নোংরা হলে বা তার ওপর কোনওরকম দাগ পড়লে অলিভ অয়েল এবং লেবুর রস সমান অনুপাতে মেশান৷ পরিষ্কার সুতির কাপড় ওই সলিউশনে ভিজিয়ে নিয়ে ড্যাশবোর্ড পরিষ্কার করুন৷

হেডলাইট
হেডলাইট পরিষ্কার করার জন্যে বাড়িতে থাকা যে-কোনও টুথপেস্ট হেডলাইটের ওপর লাগান আর কিছুক্ষণ পর গরম জলে ভেজানো কাপড় দিয়ে টুথপেস্ট পরিষ্কার করুন৷ তারপর শুকনো কাপড় দিয়ে লাইট মুছে নিন৷

বাইরের অংশ
সাধারণ জলের পরিবর্তে গাড়ির বাইরের অংশ সাবান জল দিয়ে খুব ভালোভাবে ধোয়ার পর শুকনো কাপড় দিয়ে তা মুছে নিতে হবে। গাড়ি মোছার জন্য মাইক্রোফাইবার জাতীয় কাপড় ব্যবহার করা যেতে পারে। গাড়ির বাইরের অংশ ধোয়ার সময় জানলার কাচ সম্পূর্ণ বন্ধ রয়েছে কিনা দেখে নেবেন এতে গাড়ির ভেতরে জল প্রবেশের আশঙ্কা থাকবে না। অন্য কারওর অসুবিধা না করে খোলামেলা জায়গায় ধীরে ধীরে পরিষ্কার করে নিন গাড়ি।

ভিতরের অংশ
গাড়ির ভিতরে পরিষ্কারের জন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। তবে ব্লিচিং, হাইড্রোজেন পারঅক্সাইড বা অ্যামোনিয়ার মতো পদার্থ রয়েছে, এমন কিছু থেকে সতর্ক থাকবেন। গাড়ির ভিতরের অংশের ক্ষতি করতে পারে এসব জিনিস। প্রয়োজন হলে ইথাইল যুক্ত অ্যালকোহল কাজে লাগান। গাড়ির ভেতরে এমন কোনও খাবার বা জিনিস রাখবেন না যা থেকে দুর্গন্ধ ছড়াতে পারে তাই আগে সেগুলো খুঁজে ফেলতে হবে। গাড়ির ভেতরটিকে ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে সুরক্ষিত রাখে। দুর্গন্ধ দূর করতে গাড়ির ভিতরে কোনও ব্যাগে চারকোল রেখে দিতে পারেন। দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকারী এটি।

 


Skip to content