শনিবার ৫ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী।

বড়সড় পরিবর্তন আসছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয়ের নিয়মে। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল মঙ্গলবার থেকে বহু নম্বরে ইউপিআই লেনদেন বন্ধ হয়ে যাবে। বাতিল নম্বর থেকে আর পেটিএম এবং গুগ্‌ল পে এর মাধ্যমে টাকাপয়সার লেনদেন করা যাবে না। ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআইয় মূলত সাইবার সুরক্ষার জন্যই নাকি এমন পদক্ষেপ নিচ্ছে। প্রশ্ন হল, বাতিল হওয়া নম্বরে আপনার ফোন নম্বরটি নেই তো? কী ভাবেই বা বুঝবেন?
 

বিজ্ঞপ্তি অনুযায়ী কোন কোন ফোন নম্বরে ইউপিআই বন্ধ হবে?

যে সব নম্বর বহু দিন ধরে বন্ধ রয়েছে বা ব্যবহারই করা হয় না ্সেই সন নম্বরে ইউপিআই সংযোগ বন্ধ হয়ে যাবে।

ফোন নম্বর বদলে ফেললেও সেই নম্বরটির বিষয়ে ব্যাঙ্ককে জানানো হয়নি, সেই নম্বরেও বন্ধ হয়ে যাবে ইউপিআই-এর সুবিধা।

নিয়মিত রিচার্জ না করার জন্য ইনকামিং ও আউটগোয়িং পরিষেবা বন্ধ। এরকম ফোন নম্বরে ইউপিআই আইডি থাকলেও, তার সংযোগ বন্ধ হয়ে যাবে। এ প্রসঙ্গে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) জানাচ্ছে, এই ধরনের নম্বর সহজেই হ্যাক হয়ে যায়। ফলে কোনও সময় সাইবার প্রতারণা হলে, বড় বিপদ ঘটে যেতে পারে। আর সেই কারণেই ‘ইন-অ্যকটিভ’ ফোন নম্বর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’

 

তালিকায় আপনার ফোন নম্বর আছে কি?

এ বিষয়ে আপনার ফোনে ব্যাঙ্ক থেকে নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশন দেখে সতর্ক হতে হবে।
যদি আপনার ফোন নম্বর বাতিলের তালিকায় থাকলে, তাহলে আপনাকে আগাম মেসেজ পাঠিয়ে জানানো হবে।

আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৯: আকাশ এখনও মেঘলা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫১: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

 

ইউপিআই চালু রাখবেন কী ভাবে?

আগে দেখুন এ নিয়ে আপনার নম্বরে ব্যাঙ্ক থেকে কোনও নোটিফিকেশন বা মেসেজ আসছে কিনা। যদি নোটিফিকেশন বা মেসেজ আসে তাহলে নম্বরটি নিয়ে ব্যাঙ্ককে আপডেট দিতে হবে। আর আপনি যদি ওই নম্বরটিতে আবার পরিষেবা চালু করতে চান, তা হলে ব্যাঙ্ককে তার জাবত তথ্য দিতে হবে ।

ইউপিআই আইডি রয়েছে এমন ফোন নম্বর যদি দীর্ঘ দিন নিষ্ক্রিয় হয়ে থাকে, তা হলে সেটি থেকে ফের ফোন ও মেসেজ পাঠাতে থাকুন। নম্বরটি চালু হলেই আর ইউপিআই সংযোগ বিচ্ছিন্ন হবে না।

ইউপিআই আইডি রয়েছে যে নম্বরে সেটি আপডেট করুন। পুরনো পিন বদলে নতুন পিন দিয়ে ব্যবহার করুন।

* ধারাবাহিক উপন্যাস (novel): পিশাচ পাহাড়ের আতঙ্ক (Pishach paharer atanka) : কিশলয় জানা (Kisalaya Jana) বাংলা সাহিত্যের অধ্যাপক, বারাসত গভর্নমেন্ট কলেজ।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content