বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান এবং আধার কার্ড সংযুক্ত না করলে জরিমানা দিতে হবে এমন সিদ্ধান্ত কার্যকর হয়েছিল গত বছরই। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তের সাফাই দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে করেন, সেখানে তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের পক্ষে যতটা সময় দেওয়া যায়, ততটাই দেওয়া হয়েছে। এখনও যাঁরা প্যান এবং আধার কার্ড সংযুক্ত করে উঠতে পারেননি, তাঁরা দ্রুত সেই কাজটি সেরে ফেলুন। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে জরিমানার অঙ্কও বাড়বে।’’
আরও পড়ুন:

ঘন ঘন ভেসে আসছে রহস্যময় সঙ্কেত, তাহলে কি ভিনগ্রহীরা মানুষের খোঁজ পেয়ে গেল? কী বলছে সেই চৌম্বকীয় তরঙ্গ?

শখের নখ কয়েক দিনেই ভেঙে যাচ্ছে? কী খেলে সমস্যা কমবে

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ মার্চ জরিমানা দিয়ে প্যান এবং আধার কার্ড সংযুক্ত করার ‘বর্ধিত সময়সীমা’ শেষ হয়েছিল। যদিও পরে কেন্দ্রীয় সরকার তা আবার বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সাধারণ ভাবে প্যান এবং আধার সংযুক্তকণের শেষ সময়সীমা ছিল ২০২২ সালের ৩১ মার্চ।

ইন্দ্রের ভূমিকায় যিশু, শকুন্তলা হয়ে উঠতে সামান্থাকে কত কোটি টাকার গয়নায় সাজানো হল?

‘মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র’ প্রকল্প শুরু এক লক্ষ ডাকঘরে! কারা পারবেন আমানত করতে?

সে সময় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি) এক বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়, কোনও করদাতা প্যান এবং আধার সংযুক্ত করে না থাকলে ২০২২ সালের ১ এপ্রিল থেকেই তাঁকে জরিমানা দিতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ এপ্রিল থেকে তিন মাসের (২০২২ সালের ৩০ জুন পর্যন্ত) মধ্যে প্যান এবং আধার সংযুক্ত করলে এককালীন ৫০০ টাকা জরিমানা দিতে হবে। আর সেই সময়সীমা পেরিয়ে গেলে (২০২২-এর ১ জুলাই এবং তার পরবর্তী সময়ে) জরিমানা অঙ্ক দাঁড়াবে ১০০০ টাকা।

Skip to content