শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ভারতের বৃহত্তম প্যাকেটজাত জলের সংস্থা ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’কে অধিগ্রহণ করতে চলেছে ‘টাটা কনজ়িউমার প্রোডাক্টস লিমিটেড’। বিসলেরি অধিগ্রহণে টাটা প্রায় ৭০০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলে খবর। সূত্রের খবর, ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’-এর চেয়ারম্যান রমেশ চৌহান ব্যবসাকে মূলত উত্তরসূরির অভাবের জন্য এগিয়ে নিয়ে যেতে পারছেন না। তাই রমেশ এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই প্রথম নয় এর আগেও ‘গোল্ড স্পট’, ‘থাম্বস আপ’ এবং ‘লিমকা’র মতো ব্র্যান্ডকে রমেশ চৌহান কোকো কোলার কাছে বিক্রি করে দিয়েছিলেন।
ব্যাবসায়িক মহলে অনুমান করছেন, ২০২৩ সালে বিসলেরি ২প্রায় ২৫০০ কোটি টাকার ব্যবসা করবে। এর মধ্যে সংস্থার লাভ হবে প্রায় ২২০ কোটি টাকা। এক সাক্ষাৎকারে ‘বিসলেরি ইন্টারন্যাশনাল’-এর চেয়ারম্যান রমেশ চৌহান জানিয়েছেন, ‘‘বিসলেরিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত বড়ই কঠিন। যদিও এই সংস্থার আরও ভালো খেয়াল রাখবে টাটা গ্রুপ।’’
আরও পড়ুন:

মেটা এবং টুইটারের ছাঁটাই করা দক্ষ কর্মীদের চাকরি দিতে বিশেষ উদ্যোগী টাটার এই সংস্থা, চাকরির সুযোগ ভারতেও

দিন চারেকের মধ্যেই জাঁকিয়ে ঠান্ডা! বৃহস্পতি থেকে পারদপতন, শীতের আমেজ সপ্তাহশেষে

ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৭: রঙের খেলা আর উইসকনসিনের আঁকাবাঁকা ফাঁকা রাস্তা—জীবনীশক্তিকে আরও উসকে দেয়

রমেশ আরও জানান, ‘‘আমি এই পরিমাণ টাকা দিয়ে কী করব জানি না। তবে আমাকে এরকম একটি সিদ্ধান্তটি নিতেই হতো। শুধু টাকার জন্য নয়, এমন একটি সংস্থার খোঁজ করছিলাম, যারা ঠিক আমার মতো করেই সংস্থাটির দেখাশোনা করবে৷ অনেকে আবেগের সঙ্গে আমি এই ব্যবসাটি করেছি। সংস্থার কর্মীরাও একই আবেগ ও উৎসাহ নিয়ে কাজ করেছেন।’’
আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৫: বনবাসের সঙ্গী সীতা

কন্যার নাম প্রকাশ করলেন রণলিয়া, একরত্তি কন্যার নামের অর্থ কী?

বিসলেরি ইন্টারন্যাশনাল হাত বদলের পর রমেশ চৌহান পরিবেশরক্ষা এবং জনসেবামূলক কাজে যোগ দেবেন। সেই সঙ্গে এই ক্ষেত্রে বিনিয়োগও করবেন। প্লাস্টিকের পুনর্ব্যবহার, জল সংরক্ষণ, দরিদ্রদের চিকিৎসা সংক্রান্ত কাজ নিজেকে শামিল করার ইচ্ছাপ্রকাশ করেছেন।

Skip to content