ছবি প্রতীকী।
নতুন অর্থবর্ষে সুখবর শোনাল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক বেশ কিছু স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধির কথা জানিয়েছে। মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সুদের পরিমাণ ৭০ বেসিস পয়েন্ট বাড়ানো হবে। শনিবার, ১ এপ্রিল থেকেই এই বর্ধিত হারে সুদ পাবেন গ্রাহকরা। মূল্যবৃদ্ধির আবহের মধ্যে কেন্দ্রের এই সিদ্ধান্তে মধ্যবিত্ত কিছুটা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্র এই সুদবৃদ্ধির কথা জানিয়েছে অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত।
কেন্দ্র জানিয়েছে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিসান বিকাশ পত্রের মাধ্যমে সঞ্চয়ের ক্ষেত্রে এই বর্ধিত হারে সুদ মিলবে। মাসিক সঞ্চয় প্রকল্পে এবং প্রবীণ নাগরিকরাও এই সুবিধা পাবেন। যদিও পাবলিক প্রভিডেন্ট ফান্ড-এর ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়।
আরও পড়ুন:
এ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান ও আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল কেন্দ্র
আইটেম গান ‘উ অন্তভা’ নিয়ে সামান্থার পরিবারের ঘোর আপত্তি ছিল, কিন্তু কেন?
সুদের হার বৃদ্ধি হওয়ায় প্রবীণ নাগরিকরা সঞ্চয়ের উপর ৮ শতাংশের বদলে ৮.২ শতাংশ সুদ পাবেন। যাঁরা কিসান বিকাশ পত্রের মাধ্যমে সঞ্চয় করেছেন তাঁরা ৭ শতাংশের বদলে ৭.২ শতাংশ সুদ পাবেন। মাসিক আয়ের উপর সঞ্চয় প্রকল্পে ৭.১ শতাংশ থেকে সুদের হার বেড়ে হয়েছে ৭.৪ শতাংশ।