বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

১ এপ্রিল ২০০০ টাকার নোট পরিবর্তন বা গ্রহণ করা হবে না। এমনটাই জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাও জানিয়েছে আরবিআই। ১ এপ্রিল বার্ষিক লেনদেনের শেষ দিন। আগামী ২ এপ্রিল থেকে পরিষেবা ফের শুরু হবে।
এ নিয়ে আরবিআই একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-এর ১৯টি দফতরে ২০২৪ সালের ১ এপ্রিল, সোমবার ২০০০ টাকার নোট জমা বা পরিব পরিবর্তন করা হবে না। আগামী ১ এপ্রিল বার্ষিক লেনদেনের শেষ দিন। তবে পরের দিন, অর্থাৎ ২ এপ্রিল থেকে ফের আগের মতো মিলবে পরিষেবা।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৩৯: ইন্দুমতী ও সুরবালা

মুভি রিভিউ: গড়পড়তা থ্রিলারের ভিড়ে মেরি ক্রিসমাস-এর কাহিনি স্বতন্ত্র

আরবিআই ২৯ ফেব্রুয়ারি জানায়, ইতিমধ্যেই ২০০০ টাকা নোটের ৯৭.৬২ শতাংশই ফেরত এসেছে। আর নতুন করে ২০০০ টাকার নতুন নোট ছাপা হবে না, আরবিআই ২০২৩ সালের ১৯ মে ঘোষণা করেছিল। পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। তখন আরবিআই জনসাধারণকে আর্জি জানায়, তাঁদের কাছে থাকা ২০০০ টাকার নোট যেন ব্যাঙ্কে জমা ফিরিয়ে দেন। সেই নোট ব্যাঙ্কে জমা করার শেষ দিন ছিল গত ৭ অক্টোবর। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে গোলাপি ২০০০ টাকাত নোট প্রথম চালু করা হয়েছিল।
আরও পড়ুন:

পাকা বেদানা চেনতে জহুরি হওয়ার দরকার নেই, এই সব টিপস জানলেই হল

এই ৫ অভ্যাস অল্প বয়স থেকে করতে পারলে দূরে থাকবে রোগ

২০০০ টাকার নোট ৭ অক্টোবরের পরেও যদি কারও কাছে থেকে যায়, তা হলে কী করণীয় তাও আরবিআই জানিয়ে দিয়েছিল। যদি কারও কাছে, ২০০০ টাকার নোট থেকে যায় তাহলে তা নিয়ে সরাসরি আরবিআই-এর দফতরে যেতে হবে। এই পরিষেবা পাওয়া যাবে দেশের ১৯টি দফতর থেকে। তবে এককালীন ২০ হাজার টাকার বেশি ২০০০ টাকা জমা নেওয়া হবে না। আরবিআই এও জানায় ডাকযোগেও গোলাপি ২০০০ টাকা নোট ওই ১৯টি দফতরে পাঠানো যাবে। ওই টাকা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তবে অই গোলাপি ২০০০ টাকার নোট কোনও আদানপ্রদানের কাজে আর ব্যবহার করা যাবে না।

Skip to content