বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘জনসমর্থ’ নামে সোমবার একটি পোর্টালের উদ্বোধন করেছেন। নাগরিকরা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন মোট চার ধরনের ঋণের জন্য। মূলত উপভোক্তাদের কাছে সরকারের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দিতেই এই ‘জনসমর্থ’ পোর্টালটি চালু করেছে কেন্দ্র। এটি একটি ওয়ান স্টেপ ডিজিটাল পোর্টাল। এর সঙ্গে ১২৫টিরও বেশি ঋণদাতা সংস্থা যুক্ত থাকছে। শিক্ষা, চাষাবাদ, ব্যবসা, এবং ব্যক্তিগত প্রয়োজনের জন্য ঋণ মিলবে এই পোর্টালের সাহায্যে। কোন ঋণের জন্য কী প্রয়োজন সবই উল্লেখ থাকবে এখানে। আবেদনকারী আদৌ ঋণ পাবেন কি না, তাঁর জন্য প্রশ্নমালা সাজানো থাকবে। সেই সব প্রশ্নের উত্তর অনলাইনে পূরণ করলে তবেই আবেদনকারী ঋণ পাওয়ার যোগ্য কি না জানা যাবে।
এদিকে, এই একই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দৃষ্টিহীন ব্যক্তিদের সুবিধার কথা ভেবে বিশেষ ধরনের নতুন এক, দুই, পাঁচ, ১০ এবং ২০ টাকার কয়েনের সূচনা করেছেন।

Skip to content