বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত। তার মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যানকার্ডকে লিঙ্ক করিয়ে নিতে হবে। এই লিঙ্ক না করালে বিপাকে পড়ার প্রবল সম্ভাবনা। বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড।
আয়কর দফতর প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নিয়ে আমজনতাকে সতর্ক করেছে। শনিবার আয়কর দফতর এ নিয়ে একটি টুইট করে। সেই টুইটে তারা জানিয়ে দিয়েছে, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করিয়ে ফেলতে হবে। নচেৎ ২০২৩ সালের ১ এপ্রিল থেকে প্যান কার্ড আর কাজ করবে না।
আরও পড়ুন:

গল্প: পিছুটানে

ইংলিশ টিংলিশ: সহজে শিখে নাও Adjective-এর Degree Change কাকে বলে

টুইটে এও জানানো হয়েছে, ‘‘১৯৬১ সালের আয়কর আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্যান কার্ড গ্রাহকদের ২০২৩ সালের ৩১ মার্চের আগে বাধ্যতামূলক ভাবে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। এই সময়ের মধ্যে যাঁরা কার্ড লিঙ্ক করাবেন না, তাঁদের কার্ড ২০২৩ সালের ১ এপ্রিল থেকে আর কাজ করবে না।’’

টুইটে আয়কর দফতর লিখেছে, ‘‘যা বাধ্যতামূলক, তা দরকারি। ফলে দেরি না করে আজই প্যানের সঙ্গে আধারের লিঙ্ক সেরে ফেলুন।’’ এও জানানো হয়েছে, যাঁরা জম্মু ও কাশ্মীর, মেঘালয়, অসমের বাসিন্দা, যাঁরা ৮০ বছরের বা তার বেশি বয়েস বা দেশের নাগরিক নন, এমনদের প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে না।
আরও পড়ুন:

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৪৭: রামকথা শ্রবণ— তীর্থে বাসের পুণ্যলাভ করলেন পাণ্ডবেরা

পর্দার আড়ালে, পর্ব-২২: রাইচরণ চরিত্রটা আমি করতে চাই, আমাকে এই চরিত্রটা করার সুযোগ দিন: উত্তমকুমার

এর আগে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কের শেষ তারিখ ছিল ২০২২ সালের ৩১ মার্চ। সে ক্ষেত্রে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্কের খরচ হত ৫০০ টাকা। পরে আরও এক বছর সময়সীমা বাড়ানো হয়। তবে ২০২২ সালের ১ এপ্রিল কিংবা তার পর যাঁরা এই কাজ করাচ্ছেন, সেই গ্রাহকদের ১০০০ টাকা করে দিতে হচ্ছে।
উল্লেখ্য, ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালে প্যান কার্ড ব্যবহার করে আয়কর রিটার্ন দেওয়া যাবে না। পাশাপাশি প্যান কার্ড ব্যবহার করে অন্যান্য কাজও আর করতে পারবেন না গ্রাহকরা। সমস্যা হবে ব্যাঙ্কের কাজের ক্ষেত্রেও। প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করানোর জন্য আয়কর দফতরের ওয়েবসাইট: www.incometax.gov.in

Skip to content