ছবি প্রতীকী।
আবার প্যান এবং আধারকার্ডের সংযুক্তিকরণে মেয়াদ বাড়ল। আগে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, প্যান এবং আধারকার্ডের সংযুক্তিকরণ প্রক্রিয়া ৩০ মার্চের মধ্যেই সম্পন্ন করতে হবে। অন্যথা মোটা টাকা জরিমানা দিতে হবে। যদিও কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সেই মেয়াদ বৃদ্ধি করেছে। সেই সঙ্গে কেন্দ্র জানিয়েছে, এই কাজের জন্য আরও তিন মাস বেশি সময় পাওয়া যাবে। অর্থাৎ প্যান-আধার সংযুক্তির প্রক্রিয়া আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করলেই হবে।
আয়কর দফতর নির্দেশ দিয়েছিল, প্যানের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার। ভারতীয় নাগরিকের কাছে দুই অন্যতম পরিচয়পত্র হল আধার এবং প্যান কার্ড। এও দুটি কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ধার্য করা হয়েছিল ৩১ মার্চ। আয়কর দফতরের তরফে বলা হয়েছিল, নির্দিষ্ট তারিখের মধ্যে প্যান এবং আধারকার্ডের সংযুক্তিকরণ না করলে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। সেই সঙ্গে আয়কর দফতর জানিয়ে দিয়েছিল, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকলে আগামী ১ এপ্রিল থেকে প্যান কার্ড বৈধ থাকবে না।
আরও পড়ুন:
সামান্য বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ডের সুদের হারে, মিটল না গত অর্থবর্ষের ঘাটতি
যৌনমিলনে সমস্যা? মুশকিল আসান হতে পারে এই সব যোগাসনে
জেনে নিন আধার-প্যান সংযুক্তির সহজ উপায়
আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে (https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar) আধার লিঙ্ক ট্যাবে ক্লিক করে প্যান কার্ড এবং আধার নম্বর লিখতে হবে। এবার ক্লিক করুন ভ্যালিডেট ট্যাবে। এই প্রক্রিয়াটি শেষ হলেই আধার-প্যান সংযুক্ত হয়ে যাবে। সংযুক্তিকরণ করতে পারবেন ফোনের মাধ্যমেও। এর জন্য ইউআইডিএপিএএন (UIDAPAN) টাইপ করে প্রথমে আধার ও পরে প্যান নম্বর দিতে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে এসএমএস করতে হবে।