শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

পোস্ট অফিসের মাধ্যমে করা স্বল্প সঞ্চয় প্রকল্পের ক্ষেত্রেও প্যান এবং আধার কার্ড বাধ্যতামূলক হবে। কেন্দ্র সরকার শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে। অর্থাৎ এ বার থেকে প্রভিডেন্ট ফান্ড, প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখতে হলে জানাতে হবে আধার এবং প্যান কার্ডের নম্বর।
আধার কার্ড না থাকলে আধার কার্ডের নথিভুক্তিকরণের নম্বর দিলেও কাজ হবে। এক্ষেত্রে যে দিন অ্যাকাউন্ট খোলা হয়েছেম সেদিন থেকে ৬ মাসের মধ্যে প্যান এবং আধার সংযুক্তিকরণ করতেই হবে। গ্রাহক তা না করলে সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্টটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। আধার এবং প্যান নম্বর জমা দিলে তবেই অ্যাকাউন্টের উপর থেকে স্থগিতাদেশ উঠবে।
আরও পড়ুন:

নিউ গড়িয়া থেকে রুবি মেট্রো ছুটবে শীঘ্রই, ভাড়ার তালিকা প্রকাশ করল রেল, রইল খুঁটিনাটি

গাড়ি রাখলে প্রতি ঘণ্টায় গুনতে হবে বাড়তি টাকা, কলকাতায় শনিবার থেকেই বৃদ্ধি পার্কিং ফি, কোন গাড়িতে কত?

কলকাতায় দিনভর বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির সম্ভাবনা?

আগে স্বল্প সঞ্চয়ে বিনিয়োগে প্যান এবং আধার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক ছিল না। ইলেকট্রিক বিল বা পুরসভার ট্যাক্সের নথি জমা করলেই কাজ হতো। এখন থেকে পোস্ট অফিসের মাধ্যমে স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করতে হলে গ্রাহককে প্যান কার্ড, আধার কার্ড এবং একটি পাসপোর্ট আকারের ছবি দিতেই হবে।

Skip to content