বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

শুক্রবার থেকে কেন্দ্রীয় আয়করের নিয়মে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে। যে তিনটি নিয়ম পরিবর্তন হবে সেগুলির মধ্যে একটি হল প্যান-আধার লিঙ্ক, আর অন্য দুটি টিডিএস সংক্রান্ত।
 

প্যান ও আধার লিঙ্ক

আজ, বৃহস্পতিবারই প্যান ও আধার কি লিঙ্ক করার শেষদিন। প্যানের সঙ্গে আধারের সংযুক্তিকরণ ৩০ জুন বা তার আগে করলে ৫০০ টাকা জরিমানা লাগবে। অর্থাৎ ১ এপ্রিল থেকে ২০২২-এর ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে। আবার পয়লা জুলাই ২০২২ থেকে ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে প্যান ও আধার যুক্ত করলে এক হাজার টাকা করে জরিমানা লাগবে। তবে আধারের সঙ্গে প্যানের সংযোগ ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত না করালেও আপনার প্যানকার্ড চালু থাকবে। পর দিন অর্থাৎ ২০২৩-এর পয়লা এপ্রিল থেকে প্যানকার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন সেই নিষ্ক্রিয় প্যানকে সক্রিয় করতে দশ হাজার টাকা জরিমানা লাগতে পারে আয়কর আইনের ২৭২-বি ধারা অনুযায়ী।
 

চিকিৎসক ও নেটমাধ্যম জনপ্রিয়দের জন্য

২০২২ সালের কেন্দ্রীয় বাজেটে চিকিৎসক এবং নেটমাধ্যম জনপ্রিয়দের জন্য কেন্দ্রীয় সরকার ১৯৬১ সালের আয়কর আইনে একটি নতুন ধারা ১৯৪আর যোগ করেছিল। সেই ১৯৪আর ধারাটি এবার কার্যকর হতে চলেছে। এই ধারায় বলা হয়েছে, নেটমাধ্যমে ‘সেলস প্রোমোশন’-এর জন্য চিকিৎসক ও নেটমাধ্যম জনপ্রিয়দের দিতে হবে ১০ শতাংশ টিডিএস। যদিও কোনও অর্থবর্ষের কোনও চিকিৎসক বা নেটমাধ্যম জনপ্রিয়দের ২০ হাজার টাকার বেশি মুনাফা হয় তাহলেই ১০ শতাংশ টিডিএস দিতে হবে।
 

ক্রিপ্টোকারেন্সিতে টিডিএস

ক্রিপ্টোকারেন্সিতে ৩০ শতাংশ আয়কর দিয়ে হচ্ছে গত ১ এপ্রিল থেকে। নতুন নিয়মে এর এবার যুক্ত হতে চলেছে ১ শতাংশ টিডিএস। যিনি বিনিয়োগ করেছেন তাঁর লাভ বা ক্ষতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। যদিও বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এই যুক্তিতে তিনি টিডিএস ফেরতের আবেদন জানাতে পারবেন।
 

জেনে নিন আধার-প্যান লিঙ্ক করার সহজ উপায়

আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে আধার লিঙ্ক ট্যাবে ক্লিক করে আধার নম্বর, প্যান কার্ড নম্বর এবং নাম লিখতে হবে। এবার ক্লিক করুন লিঙ্ক আধার ট্যাবে। এই প্রক্রিয়াটি শেষ হলেই আধার-প্যান সংযুক্ত হয়ে যাবে। সংযুক্তিকরণ করতে পারবেন ফোনের মাধ্যমেও। এর জন্য ইউআইডিএপিএএন (UIDAPAN) টাইপ করে প্রথমে আধার ও পরে প্যান নম্বর দিতে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে এসএমএস করতে হবে।


Skip to content