বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

স্বামী এবং স্ত্রী দু’জনেই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলে কর্মরত ছিলেন। দু’জনকেই একই সময়ে ইমেল পাঠিয়ে ছাঁটাই করেছে এই তথ্যপ্রযুক্তি সংস্থাটি। এমনকি, তাঁদের কোনও নোটিসও দেওয়া হয়নি। এমনটা প্রকাশ পেয়েছে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, যুগলকে চাকরি থেকে একই সঙ্গে বরখাস্তের ইমেল পাঠানো হয়। মহিলা গুগলে ছ’বছর ধরে কর্মরত ছিলেন। আর তাঁর স্বামী দু’বছর হল গুগলে যোগ দিয়েছিলেন। সম্প্রতি ওই মহিলা এক সন্তানের জন্ম দিয়েছেন। ২০২২ সালের শেষের দিকে সন্তান হয়। ছাঁটাইয়ের আগে ওই মহিলা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। তাঁর স্বামীও ছুটির পরিকল্পনা নিয়েছিলেন। যদিও তার আগেই দম্পতিকে একসঙ্গে সরিয়ে দিল গুগল।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৩৯: মিশ্র মাছ চাষের অভিনবত্ব

স্বাস্থ্যগুণে ভরপুর আয়ুর্বেদিক চা

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের দাবি, অতিরিক্ত কর্মী নিয়োগের জন্যই এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথে নামতে হয়েছে। গত দু’বছরে সংস্থা অনেক কর্মী নিয়োগ করেছিল। বিশ্ব জুড়ে অর্থনৈতিক মন্দার জেরে এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এদিকে, গুগল জানিয়েছে যে সব কর্মীদের বরখাস্ত করা হচ্ছে তাঁদের চার মাসের বেতন-সহ আরও কিছু সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আরও পড়ুন:

ত্বকের পরিচর্যায়: টানটান ত্বক চাই? বয়স ধরে রাখতে মেনে চলুন ত্বক বিশেষজ্ঞের এই পরামর্শগুলি

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-২: বারাণসীকুলপতি বিশ্বনাথ

ছাঁটাইয়ের পথে নেমেছে টুইটার, অ্যামাজন, গুগল, ফেসবুক, মাইক্রোসফট-সহ একাধিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা। গুগলে টানা ১০ বছর ধরে চাকরি করছেন কর্মীদেরও রেয়াত করা হচ্ছে না। গত ১৮ জানুয়ারি মাইক্রোসফট ১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সম্প্রতি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা গুগলও প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করেছে।

Skip to content