শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


রাকেশ ঝুনঝুনওয়ালা

ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদসংস্থা সূত্রে খবর, রাকেশকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা তাঁকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন।
বিগ বুল রাকেশ সম্পর্কে বলা হয়, শেয়ার বাজারে লগ্নিতে ঝুনঝুনওয়ালা কখনও ভুল করতেন না। কিছু দিন আগে একটি জুতো সংস্থার শেয়ার কিনেছিলেন তিনি। আশ্চর্যের বিষয় সবাইকে আবাক করে সেই শেয়ারও কিছু দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছয়। এক দিনের মধ্যেই ২২১ কোটি টাকা তিনি লাভ করেন! আকাশা এয়ারলাইন্সও তাঁরই পৃষ্ঠপোষকতায় তৈরি একটি সংস্থা। ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেয়ার বাজারে তাঁর উল্লেখযোগ্য সাফল্যের জন্য তাঁকে ভারতের ‘ওয়ারেন বাফে’ বলা হতো। ১৯৮৫ সালে স্টক মার্কেটে তিনি মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। আর ২০১৮ সালের তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১১ হাজার কোটি টাকা! হায়দরাবাদের এক মধ্যবিত্ত পরিবারে ১৯৬০ সালের ৫ জুলাইজন্ম বিগ বুল’ রাকেশের। তবে তাঁর বেড়ে ওঠা বাণিজ্যনগরী মুম্বইয়ে।
রাকেশ সিডেনহ্যাম কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক হন। এর পর তাঁর গন্তব্য ছিল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়া। স্টক মার্কেট নিয়ে আগ্রহী তাঁর বাবা আয়কর দফতরের অধিকর্তা ছিলেন। আগ্রহী ছিলেন স্টক মার্কেট নিয়ে। শেয়ার বাজার দুনিয়ায় কিংবদন্তি হয়ে ওঠার পিছনে তাঁর অনুপ্রেরণা ছিলেন বাবা।


Skip to content