শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

অ্যামাজন ভারতে তাদের ব্যবসার পরিসর কমানোর পথে আবারও পদক্ষেপ করল। ভারতে অনলাইন লার্নিং, ফুড ডেলিভারির পরে এ বার কোপ পড়ল পাইকারি ব্যবসায়। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে ভারতে তাদের পাইকারি ব্যবসা সংক্রান্ত বিভাগ বন্ধ করার কথা ঘোষণা করা হয়েছে।
অ্যামাজনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অ্যান্ডি জেসি সোমবার জানিয়েছিলেন, আপাতত খরচ কমানোই লক্ষ্য। তাই ভারতে অ্যামাজনের আরও বেষ কিছু পরিষেবায় বন্ধ হতে পারে। অ্যান্ডি জেসির এই বক্তব্যের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পাইকারি ব্যবসা সংক্রান্ত বিভাগ বন্ধের কথা ঘোষণা করা হল। সংস্থাটি জানিয়েছে, বেঙ্গালুরু, মাইসুরু এবং হুবলীতে সংস্থার পাইকারি ব্যবসার বিভাগ ‘অ্যামাজন ডিস্ট্রিবিউশন’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।
আরও পড়ুন:

পরপর দু’বার সেরিব্রাল অ্যাটাক, প্রয়াত বাম আমলের মন্ত্রী মানব মুখোপাধ্যায়, বুধবার দেহদান

কলকাতায় শিরশিরানি ভাবের মাঝেই তাপমাত্রা বাড়ল দু’ডিগ্রি, আগামী কয়েক দিনের মধ্যে ফের পারদপতন!

উল্লেখ্য, সম্প্রতি ভারতে কর্মী ছাঁটাই প্রক্রিয়া নিয়ে অ্যামাজন বিতর্কে জড়িয়েছে। সংস্থাকে নোটিস পাঠিইয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। সোমবার অ্যামাজনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অ্যান্ডি জেসি জানান, ‘‘এখন আমরা সংস্থার খরচ কমানোর দিকে নজর দিয়েছি।’’ বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, অ্যামাজনের এই ব্যয়সঙ্কোচ নীতির ব্যাপক প্রভাব পড়বে আরও কিছু পরিষেবায়।
আরও পড়ুন:

বাইরে দূরে: অযোধ্যা— ইতিহাস ও জনশ্রুতি /২

পর্দার আড়ালে, পর্ব-১৬: পরিচালকের কথা শুনে মেকআপ ছেড়ে সুচিত্রা বললেন, যে কাউ ‘দেবাশিস’ করলে আমি কাজ করব না

অ্যামাজন নভেম্বরেই অ্যামাজন অ্যাকাডেমি এবং খাবার সরবরাহ পরিষেবা বন্ধের কথা ঘোষণা করেছে। অ্যামাজন ইন্ডিয়া প্রায় দু’বছর জোম্যাটো এবং সুইগিকে পাল্লা দিয়ে খাবার সরবরাহ পরিষেবা চালু করেছিল।

Skip to content