Skip to content
রবিবার ৩০ মার্চ, ২০২৫


প্রায় ৪৫ বছর ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট লেখক প্রশান্ত মল্লিক। কৃষ্ণনগর ঘূর্ণীর বাসিন্দা হলেও কলকাতার সঙ্গে তাঁর সাহিত্য-যোগ বহুদিনের। এবার কলকাতা বইমেলায় তাঁর প্রকাশিত অণুগল্প ‘সূর্যসখী’। ১২০টি অণুগল্প এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিমেষের মধ্যে এক-একটি গল্প পড়ে শেষ করা যায়। বইটির প্রকাশক প্রভা প্রকাশন।
প্রশান্ত তাঁর ভূমিকায় লিখেছেন, ‘চা খেতে খেতে চোখ বোলালেই শেষ হয়ে যায় এক-একটি গল্প। অল্প শব্দের মধ্যেই বিচরণ করে এই গল্পগুলি। বাংলা ভাষার এই নতুন ধারাটি হল ‘অণুগল্প’। জীবন তো ঘটনা ছাড়া নয়। এরকম হাজার হাজার ঘটনা নিয়ে জীবন। কোনও ঘটনা যদি আপনার জীবনের সঙ্গে কাকতালীয়ভাবে মিলে যায় তাহলে মনে মনে একটু হেসে নেবেন। কেননা ঘটনাগুলি নিতান্তই কাল্পনিক।’ বইটি পাওয়া যাবে কলেজ স্ট্রিটের মন্দাক্রান্তা ও নারায়ণ বুক ডিপো এবং কৃষ্ণনগর নদীয়ার ঘোষ বুক স্টল-এ। দাম ১৫০ টাকা।