Skip to content
রবিবার ১৩ এপ্রিল, ২০২৫


কলকাতা বইমেলার মুক্তমঞ্চ সৌমিত্র চট্টোপাধ্যায় মঞ্চে ইসক্রা পত্রিকার উদ্যোগে মিতা নাগ ভট্টাচার্যর লেখা গল্প সংকলন ‘উড়ো আকাশে ঝুড়ো চিঠি’র উদ্বোধন হয়। প্রচ্ছদ অনুরণনে মেধা ভট্টাচার্য। বইটি উদ্বোধন করেন কবি-সাহিত্যিক সুজিত সরকার। প্রকাশক বইওয়ালা। লেখিকার ছোটদের গল্প সংকলন ‘চড়ুই ও ছোট্ট তিতির’ বইটিরও প্রকাশক বইওয়ালা। উপস্থিত ছিলেন গল্পকার সাধন চট্টোপাধ্যায়, লেখক শেখর বসু। লেখিকার প্রতিটি গল্পই বিভিন্ন নামী পত্রিকা আর দৈনিক সংবাদপত্রে প্রকাশিত। উপস্থিত ছিলেন কবি কৃষ্ণা বসু, সাহিত্যিক সুকুমার রুজ, ইসক্রা পত্রিকার সম্পাদক প্রগতি মাইতি ও অনেক সাহিত্য প্রেমী। কবিতাপাঠ আর সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান সাবলীলভাবে এগিয়ে যায়।