শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২২-এ প্রকাশিত হল মন্মথনাথ দাসের ‘মেদিনীপুর চরিতাভিধান’ প্রথম খণ্ড গ্রন্থটি। সেই সঙ্গে শেষ হল এক দীর্ঘ পথচলা। এক দীর্ঘ অভিযান। বিশিষ্ট লেখক-গবেষক মন্মথনাথ দাস ‘মেদিনীপুর সমন্বয় সংস্থা’র কাঁথি-এগরা আঞ্চলিক কমিটির সভাপতি। একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
প্রায় সতেরো বছর ধৈর্যের পরীক্ষা দিয়ে, নিরলস পরিশ্রম করে গ্রন্থটির কাজ সম্পূর্ণ করতে পেরেছেন। এই বই বাংলা তথা সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে সে বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। তাঁর এই মহতী উদ্যোগ, তাঁর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানাই।
লেখক মন্মথনাথ দাস তাঁর ‘গ্রন্থকারের নিবেদন’ অংশে লিখেছেন, ‘ভারত কিংবা বঙ্গপ্রদেশের তুলনায় মেদিনীপুর নিতান্তই ছোট, একটি জেলা মাত্র। অবশ্য পাহাড় থেকে সাগর পর্যন্ত বিস্তৃত এ রাজ্যের এক সময়ের সর্ববৃহৎ এই জেলা যেমন ভৌগোলিক বৈচিত্র্যে অনন্যসাধারণ, তেমনি ঐতিহাসিক ঘটনার অজস্রতায় বিস্ময়কর। প্রধানত কৃষিভিত্তিক এই জেলা যেমন যুগ-প্রয়োজনে অসংখ্য সংগ্রামী বীর সন্তান ও দেশপ্রেমিক জননায়কের জন্ম দিয়েছে, তেমনি জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতি সহ মানবতার বিকাশ সাধনায় এর ভূমিকাও বড় কম নয়।’
বইটির প্রকাশক ‘মেদিনীপুর সমন্বয় সংস্থা’র প্রকাশনা বিভাগ ‘এম এস এস আশাবরী পাবলিকেশনস অ্যান্ড ডিপোজিটরি’। বইটি বইমেলায় ‘মেদিনীপুর সমন্বয় সংস্থা’-র ২০৮ নম্বর স্টল ছাড়াও কলেজ স্ট্রিটের দে’জ পাবলিশিং, দে বুক স্টোর, নিউ বইপত্র, বুক এজেন্সি প্রভৃতি বুক স্টল ও মেদিনীপুর ভবনের কলকাতার অফিসে পাওয়া যাবে। বইটির মূল্য ৩৫০ টাকা।

Skip to content