দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অমিতাভ ভট্টাচার্য। মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য যেমন লেখেন তিনি, তেমনি লেখেন নাটক, গল্প এবং ভ্রমণকাহিনিও। এবারের বইমেলায় দে’জ পাবলিশিং থেকে ডাঃ ভট্টাচার্যের তিন তিনটি বই প্রকাশিত হচ্ছে। প্রথম বই ‘ইউরোপে ১৬ দিন’, দাম ২০০ টাকা। নামেই বোঝা যাচ্ছে, বেড়ানোর বই এটি। লেখক নিজেই সপরিবারে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন বছর তিনেক আগে। তার সেই অভিজ্ঞতা তিনি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন এই বইটিতে। করোনা নিয়ে নানা ভুল ধারণা দূর করতে ডাক্তারবাবু লিখেছেন ‘করোনা নিয়ে সত্যি-মিথ্যা’। মূল্য ১৫০ টাকা। আরেকটি নাটকের বই। শ্রুতিনাটকের সংকলন। নয় স্বাদের নয়টি শ্রুতিনাটক। মূল্য ১৫০ টাকা। প্রত্যেকটি বইয়েরই প্রকাশক দে’জ পাবলিশিং৷ পাওয়া যাচ্ছে বইমেলার ৪০৯ নম্বর স্টলে।