‘মিত্র ও ঘোষ পাবলিশার্স’ (স্টল নং ৪০৫) থেকে প্রকাশিত হল বিনতা রায় চৌধুরীর উপন্যাস ‘হাতের উপর হাত’। ইরাবতীর জীবনের হার তার পরাজয় নয়। সমাজের বিরুদ্ধে নিজের জীবনের সবটুকু সততা নিয়ে এক অসাধারণ মোকাবেলা। মঙ্গল মুর্মু কি অনার কিলিং-এর শিকার হবে নাকি প্রেমিকা ঋষিতা মুখার্জির নিজস্ব ভেলায় চড়িয়ে পৌঁছে যাবে নতুন সাজানো জীবনে? ঈশান হার-জিতের খেলা বোঝে না। মানবধর্ম রক্ষার্থে দুটি নারীর জীবনেই অলক্ষ্যে সে ঈশ্বর। যদিও সে সাধারণ এক যুবক ছাড়া নিজেকে অন্য কিছুই ভাবে না। এই উপন্যাস পাঠককে নিয়ে যাবে ভাবনাচিন্তার এক অনন্য জগতে। যেখানে অপেক্ষা করছে বিস্ময় আর মুগ্ধতা। দাম ২৫০ টাকা।
বিনতা রায় চৌধুরীর নতুন বই ‘আলেয়ার আলো’ রমরম করে বেরিয়ে পড়ল ‘দে’জ পাবলিশিং’ থেকে (স্টল নং ৪০৯)। দুই মলাটের মধ্যে দু’খানি রহস্য উপন্যাস। যার পরতে পরতে রোমাঞ্চ ও শিহরন। দাম ২৫০ টাকা।
বিনতা রায় চৌধুরীর নতুন বই ‘আলেয়ার আলো’ রমরম করে বেরিয়ে পড়ল ‘দে’জ পাবলিশিং’ থেকে (স্টল নং ৪০৯)। দুই মলাটের মধ্যে দু’খানি রহস্য উপন্যাস। যার পরতে পরতে রোমাঞ্চ ও শিহরন। দাম ২৫০ টাকা।