বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

‘পর্দার আড়ালে’তে আজ যে ছবির কথা বলব সেই ছবির নাম ‘দেবদাস’। কাহিনিকার হলেন অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিউ থিয়েটার্সের হাতিমার্কা লোগোর ব্যানারে এই ছবিটি নির্মিত হয়েছিল৷ প্রযোজক হলেন বীরেন্দ্রনাথ সরকার৷ পরিচালক হলেন প্রমথেশ বড়ুয়া। ওই সময়ের নিয়ম অনুযায়ী ‘দেবদাস’ ছবিতে যাঁরা অভিনয় করেছিলেন তাঁরা প্রত্যেকেই নিউ থিয়েটার্সের স্টাফ আর্টিস্ট। নামভূমিকায় প্রমথেশ বড়ুয়া। পার্বতী চরিত্রে যমুনা বড়ুয়া৷ চুনীলালের চরিত্রে অমর মল্লিক। চন্দ্রমুখীর চরিত্রে চন্দ্রাবতী দেবী। ধর্মদাসের চরিত্রে মনোরঞ্জন ভট্টাচার্য। বড়ুয়া সাহেবের ইচ্ছে ছিল যে পার্বতী চরিত্রে তিনি কানন দেবীকে দিয়ে কজটা করান, কিন্তু কানন দেবী তখন রাধা ফিল্মের সঙ্গে যুক্ত ছিলেন বলে তাঁকে নেয়া গেল না। সেই কারণে তিনি তাঁর স্ত্রী যমুনা বড়ুয়াকে নায়িকা করেছিলেন। ১৯৩৫ সালে এ ছবি মুক্তি পেয়েছিল নিউ থিয়েটার্সের নিজস্ব প্রেক্ষাগৃহ উত্তর কলকাতার চিত্রা-তে। পরবর্তীকালে হাত বদল করে চিত্রা হয়ে উঠেছিল মিত্রা। যদিও অবশ্য এখন এই প্রেক্ষাগৃহের কোনও অস্তিত্ব নেই।

দেবদাস ছবির একটি দৃশ্যে প্রমথেশ বড়ুয়া ও চন্দ্রাবতী দেবী

গোড়ার দিকে শরৎচন্দ্রের অধিকাংশ উপন্যাসের চিত্রস্বত্ব কিনে নিয়েছিলেন নিউ থিয়েটার্স-এর কর্ণধার বীরেন্দ্রনাথ সরকার, তেমন ভাবেই তিনি শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের চিত্র স্বত্ব কিনে নিলেন। বড়ুয়া সাহেব যখন নিউ থিয়েটার্সের স্টাফ আর্টিস্ট রূপে ঢুকেছেন, তেমনই এক বিকেলে বীরেন্দ্রনাথ সরকার প্রমথেশ বড়ুয়াকে দায়িত্ব দিলেন দেবদাস উপন্যাসের চিত্ররূপটি পরিচালনা করতে৷ আনন্দ আর ধরে না প্রমথেশের। শিল্পী নির্বাচনে তিনি নেমে পড়লেন। কিন্তু সেই আনন্দ বেশি দিন ধরে রাখতে পারলেন না।

বিমর্ষ হয়ে এক বিকেলে প্রমথেশ বড়ুয়া জানালেন দেবদাস করার শিল্পী তিনি খুঁজে পাচ্ছেন না। প্রমথেশ বড়ুয়ার হতাশার কথা শুনে বীরেন্দ্রনাথ সরকার মুচকি হেসে বললেন ‘আমি দেবদাস পেয়ে গেছি৷’ প্রমথেশ বড়ুয়া অবাক হলেন, আবার আনন্দিত হলেন। বললেন ‘কোনও শিল্পীকে আপনি পছন্দ করলেন না ?’ তখন বীরেন্দ্রনাথ বললেন, ‘দেবদাস আমার চোখের সামনে বসে আছেন।’ চোখের ইশারায় প্রমথেশ বড়ুয়াকে দেখিয়ে দিলেন। স্বভাবতই প্রমথেশ বড়ুয়া যে সম্মান তিনি বীরেন্দ্রনাথ সরকারের কাছ থেকে পেলেন, তার উপযুক্ত মর্যাদা রেখেছিলেন প্রমথেশ।

ছবির নায়িকা যমুনা বড়ুয়া

ছায়াছবির প্রথম দেবদাস হিসেবে চিরস্মরণীয় হয়ে গেলেন প্রমথেশ বড়ুয়া। দেবদাসের চরিত্রে প্রমথেশ বড়ুয়া এত অসাধারণ অভিনয় করেছিলেন যে দেবদাস আর প্রমথেশ বড়ুয়া সমার্থক হয়ে উঠলেন। এই ছবিতে রাইচাঁদ বড়াল¬-এর সুরে কে এল সায়গল এর গাওয়া ‘গোলাপ হয়ে উঠুক ফুটে তোমার রাঙ্গা কপোল খানি’ একসময় লোকের মুখে মুখে ফিরত। দুর্ভাগ্যের কথা হল এই যে, এ ছবির প্রিন্ট এখন আর পাওয়া যায় না।

ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content