শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

রাজধানী দিল্লিতে দুই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ভুয়ো পাসপোর্ট উদ্ধার করেছে দিল্লি পুলিশ। আগামীকাল স্বাধীনতা দিবসের আগে রুটিন অভিযানে নেমে এই দুই বাংলাদেশি নাগরিকের সন্ধান পায় পুলিশ। রবিবার দিল্লির দ্বারকা এলাকা থেকে মহম্মদ মুস্তাফা এবং মহম্মদ হুসেন শেখ নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রকের জাল রাবার স্ট্যাম্পও উদ্ধার করা হয়েছে।
এ প্রসঙ্গে দ্বারকার ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন বলেন, স্বাধীনতা দিবসের আগে রুটিনমাফিক তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। অভিযুক্ত দুই বাংলাদেশি নাগরিককে রামপাল চক এলাকা থেকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই অভিযুক্ত দাবি করেছেন, ভারতে চিকিৎসার জন্য যে সব বাংলাদেশি নাগরিকরা আসেন তাঁদের এজেন্ট হিসাবে তাঁরা কাজ করতেন।
তল্লাশি অভিযানের সময় তাঁদের কাছ থেকে মোট ১১টি ভুয়ো পাসপোর্ট, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রক এবং নোটারির জাল রাবার স্ট্যাম্প মিলেছে। উদ্ধার করা ভুয়ো পাসপোর্টগুলি বাংলাদেশের নাগরিকদের নামেই তৈরি করা হয়েছে। ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ ধারায় মহম্মদ মুস্তাফা এবং মহম্মদ হুসেন শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

Skip to content