শনিবার নোবেলকে আটক করা হয়েছে। ছবি: সংগৃহীত।
অবশেষে বাংলাদেশের বিতর্কিত গায়ক নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের একটি সংবাদমাধ্যম সূত্রে। সংবাদপত্রের রিপোর্ট বলছে, ঢাকার মতিঝিল থানায় চার দিন আগে গায়ক মইনুল আহসান নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে শনিবার গোয়েন্দা বিভাগের পুলিশ আটক করেছে। বাংলাদেশের সংবাদমাধ্যমকে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “গান গাওয়ার চুক্তি থাকলেও তিনি গান না গাওয়ায় মইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।”
সেই মামলায় কি নোবেলকে আটক করেছে পুলিশ? মতিঝিল থানার ওসি, তা জানা নেই বলে জানিয়েছেন। প্রায় মাসখানেক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নোবেল। এর আগে কুড়িগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে ‘মত্ত’ অবস্থায় গায়ক মঞ্চে উঠেছিলেন। বিষয়টি নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠে। এর পরে গায়কের স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়ে যায়। প্রাক্তন স্ত্রীও নোবেলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন। প্রাক্তন স্ত্রী এও জানিয়েছে, নোবেল নাকি নিজের মাকেও মারধর করতেন।
আরও পড়ুন:
রোজ চার লক্ষ টাকার মাদক চাই! বিচ্ছেদের সিদ্ধান্তের পরে বিস্ফোরক নোবেলের স্ত্রী সালসাবেল
দ্রুত ওজন কমাতে ভরসা রাখবেন কোন মরসুমি ফলের উপর
এক সংবাদমাধ্যমকে ঢাকার পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মহম্মদ হারুন অর রশিদ বাংলাদেশের জানিয়েছেন, গায়ক মইনুল আহসান নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে গায়কের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদও অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্য নোবেলকে আটক করা হয়েছে। এ নিয়ে নোবেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।