শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মা হওয়ার অনুভূতি একজন নারীর জীবনের বিশেষ অনুভূতি। এই অমূল্য সময়টিকে উপভোগ করছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিতর্কিত অভিনেত্রী পরিমণি। আর কিছুদিনের মধ্যেই তার কোলে আসতে চলেছে ফুটফুটে এক নতুন সদস্য। মাতৃত্বের আগের বিশেষ মুহূর্ত অনুরাগীদের সঙ্গে বারবারই তাঁকে ভাগ করে নিতে দেখা গিয়েছে। অনেক দিন থেকেই তিনি ভাবী সন্তানের আগমনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এবার তিনি আগত সন্তানের জন্য সাজিয়েছেন ঘর। আনন্দের সঙ্গে সেই ছবি শেয়ার করলেন নেটমাধ্যমে। ক্যাপশানে লিখলেন ‘তার আসার আয়োজন।’ ছবিতে দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের পোশাক, সারি সারি জুতো, স্নানের বাথটাব, সাজগোজ সামগ্রী আর খেলনায় ভরিয়ে দিয়েছেন গোটা খাট। আর সেই খাটেই এক রাশ হাসি নিয়ে শুয়ে আছেন ভাবী সন্তানের মা-বাবা। নতুন অতিথি আসার উত্তেজনা তাঁদের চোখে মুখেই স্পষ্ট। সন্তানলাভের দিন যত এগিয়ে আসছে, ততই অভিনেত্রীর শরীরে মাতৃত্বের ছাপ স্পষ্ট থেকে স্পষ্টতর ভাবে ধরা পড়ছে।
উল্লেখ্য কয়েকদিন আগেই তিনি মায়ের হাতে সাধ খাওয়ার ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ নিয়েছিলেন। পরনে গোলাপি শাড়ি, কানে ঝুমকো, হাতে চুড়ি আর সামনে রকমারি লোভনীয় খাবার। সামনে বসে যত্ন করে মেয়েকে নিজের হাতে সাধ খাওয়াচ্ছেন মা। পোস্টে একটি বড় ক্যাপশন দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘আজ মা এসেছিলেন তাঁর হাতের রান্না করা রকমারি খাবার নিয়ে। শুধু কি রান্না! ফুল, এক জোড়া সুন্দর শাড়ি, জামা আর এত্তগুলো আদর! এই যে একটা শাড়ি পড়েও ফেললাম। মা তোমাকে অনেক ভালোবাসি। এমন করেই আদর দিও সারা জীবন।’

Skip to content