চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।
বাংলাদেশে নৌকাডুবিতে অন্তত ২৪ জন মানুষের মৃত্যু হয়েছে। মহালয়ার দিনে পঞ্চগড় এলাকায় করতোয়া নদীতে রবিবার দুপুর নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বহু মানুষ নিখোঁজও হয়েছেন। উদ্ধারকাজে নেমেছে প্রশাসন-সহ পুলিশ এবং দমকলবাহিনী। স্থানীয় প্রশাসন মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে।
রবিবার দুপুর দেড়টা নাগাদ নৌকাডুবি হয় বোদা উপজেলার আউলিয়া ঘাট এলাকায়। পুলিশ জানিয়েছে, আট জন যাত্রীকে উদ্ধার করে বোদা উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে আট জন শিশু-সহ ১২ জন মহিলা রয়েছেন। চার জন পুরুষ যাত্রীরও মৃত্যু হয়েছে। উদ্ধারের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
আর হাতে মাত্র ছয়দিন, পুজোয় মধ্যমণি হতে সাজের এই বিষয়গুলি মেনে চলতেন তো?
ছোটদের যত্নে: শিশুকে কোন ওষুধ কখন খাওয়াবেন? ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কী? জানুন শিশু বিশেষজ্ঞের পরামর্শ
উপজেলার আধিকারিক মহম্মদ সোলেমান জানান, ‘রবিবার মহায়লয়া উপলক্ষে মাড়েয়া বাজার এলাকায় ৭০ থেকে ৮০ জন যাত্রী নিয়ে আউলিয়া ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ছাড়ে। নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে রওনা দিয়েছিল। কিন্তু ছাড়ার পর কিছুটা গিয়েই নৌকাটি ভয়ানক ভাবে দুলতে থাকে। মাঝি পরিস্থিতির গুরুত্ব বুঝে নৌকাটিকে ফের ঘাটে ফিরিয়ে আনার চেষ্টা করেন। যদিও তাঁর সেই উদ্যোগ সফল হয়নি। নৌকাটি ডুবে যায়। যাত্রীদের মধ্যে কেউ কেউ সাঁতার কেটে তীরে ওঠে প্রাণে বাঁচান।’