ছবি: প্রতীকী। সংগৃহীত।
আধুনিক বিজ্ঞানের ভাষায় একে অ্যান্টিজেন-আন্টিবডি-রিয়েকশনও বলা হয়। হঠাৎ হয়ে আবার কমে গেলে সেটা অ্যাকিউট আর্টিকেরিয়া। যদি না কমে তবে বড় ধরনের বিপদ অ্যানাফাইলেকটিক শক্ ও হতে পারে। আবার যদি অনেকদিন ধরে এই চুলকানি র রেশ বেরুনো চলতে থাকে তবে তাকে ক্রনিক আর্টিকেরিয়া ও বলে। যদি ছয় সপ্তাহের বেশি এই চুলকানি ও রেশ এর আসা যাওয়া চলতে থাকে, তবে তাকে ক্রনিক প্রুরাইটাসও বলে।
দেখা যাক প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র এই সমস্যার সমাধানের কী উপায় নির্ধারণ করেছে।
আয়ুর্বেদের তিনটি বিশেষ রোগকে লক্ষণগত সাদৃশ্য অনুযায়ী এই ধরনের সমস্যার পাশে দাঁড় করানো যেতে পারে। যা ক্রনিক আরটিকেরিয়া বা অ্যালার্জিক স্কিন রিঅ্যাকশনের সমতুল্য। সেই তিনটি রোগ হল শীতপিত্ত, উদর্দ এবং কোঠ। শীতপিত্ত নামক সমস্যাতে ত্বকের উপর ভোমরা কামড়ানোর মতো লাল আভাযুক্ত ফোলা ফোলা দাগ দেখা যায়, উদর্দ রোগে ত্বকের উপর প্রচণ্ড চুলকানির সঙ্গে ফোলা ফোলা দাগ দেখা দেয়, আর কোঠ রোগে প্রচণ্ড চুলকানির সঙ্গে লাল ফোলা চাকতির মতো দাগ তৈরি হয়, এবং বারবার যদি এরকম প্রাদুর্ভাব দেখা যায়, তখন তাকে উৎকোঠ বলা হয়।
বিধানে বেদ-আয়ুর্বেদ: মুখের লাল-কালো-বাদামি দাগ-ছোপ কিছুতেই কমছে না? সমাধান লুকিয়ে আছে আয়ুর্বেদে
অমর শিল্পী তুমি, পর্ব-৮: আমি শুনি গো শুনি তোমারে…
শীতপিত্ত, উদর্দ এবং কোঠের নিদান বা কারণ
রোগ উৎপত্তির ক্রম
পঞ্চমে মেলোডি, পর্ব-৩০: আ দেখে জারা কিসমে কিতনা হ্যায় দম… এই গানে পঞ্চমের বাজি ছিলেন কিশোর ও আশা
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৮: চল্লিশ পার হলেই নিরামিষ?
রোগের লক্ষণ
শীতপিত্ত
উদর্দ
কোঠ
চিকিৎসা
সাধারণত শীতপিত্ত, উদর্দ ও কোঠ একই রকম ভাবে চিকিৎসিত হয়।
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৫: সুন্দরবনের বিসূচিকা রোগের অধিষ্ঠাত্রী দেবী ওলাবিবি
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১২: জয়রামবাটিতে প্রত্যাবর্তন
সংশমন চিকিৎসা (ঔষধ খাইয়ে শরীরের দোষকে সাম্যাবস্থায় আনা)
চূর্ণ
ক্বাথ
বটি
পাক বা খণ্ড বা লেহ
ঘৃত
রসৌষধি
মালিসার্থক তেল বা প্রলেপ
পথ্য