ছবি প্রতীকী।
নারী কিংবা পুরুষ যেই হোক না কেন প্রত্যেকের শরীরেই কোন না কোন স্থানে তিল বা আঁচিল রয়েছে। আমাদের হাতের রেখা যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইঙ্গিত দেয়, তেমনই তিল এবং আঁচিলও নানা ইঙ্গিত পূর্ণ হয়ে থাকে। তিল কালো, গোলাপি বা লাল প্রভৃতি নানা রঙের হতে পারে।
তিলের আকৃতিও ছোট-বড় বিভিন্ন রকম হতে পারে। আঁচিল বা তিল জন্মগত হতে পারে বা কখন কখনও কিছু দিনের জন্য স্পষ্ট হয়ে আবার মিলিয়েও যেতে পারে। তবে জ্যোতিষশাস্ত্র মতে নারীদের ক্ষেত্রে কিছু বিশেষ অঙ্গে তিলের অবস্থান সৌভাগ্য নিয়ে আসে।
● নারীর বুকে তিল থাকা খুবই শুভ।
নারীর কোন অঙ্গে তিল থাকলে শুভ?
আরও পড়ুন: