ছবি: প্রতীকী।
টোটকার নিয়ম
রাতে শোয়ার আগে বালিশের নীচে পাঁচটি তুলসী পাতা রেখে দিন। তারপর ঘুমিয়ে পড়ুন। কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে, এই ক্রিয়াটি ঘুমোনোর আগেই করতে হবে। পরের দিন সকালে সেই পাঁচটি তুলসী পাতা থেকে যে কোনও একটি পাতা নিয়ে একটি পরিষ্কার কৌটোয় ভরে ঘরের যে কোনও একটি স্থানে রেখে দিন। তবে লক্ষ্য রাখতে হবে, সেই কৌটোয় যেন কারও পা না লেগে যায় এবং বিশেষ কারও নজরেও যেন না পড়ে। তার পর সেই কৌটোয় ভরা তুলসী পাতাটি এক সপ্তাহ পর কোনও প্রবাহমান জলে ভাসিয়ে দিতে হবে।
অন্যের থেকে কোন কোন জিনিস ধার করে ব্যবহার করতে নেই? এ নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
বাড়তি ওজন কমাতে চান? রান্নাঘরের কোন চারটি মশলা খেলেই ঝরবে মেদ?
কী কী ফল পাওয়া যেতে পারে?