মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অনেকেই বাস্তুশাস্ত্র মেনে নিজেদের অন্দরমহল সাজান। অনেকে বাস্তুশাস্ত্র মানেন জীবনযাত্রার প্রতিটি পদক্ষেপে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, সুখী এবং সংসারে শান্তি বজায় রাখার জন্য অবশ্যই বাথরুমের বাস্তুর দিকে নজর দেওয়া উচিত। না হলে, গোটা বাড়িতে অশুভ শক্তি ছড়িয়ে যেতে পারে। তা কীভাবে নজরে রাখবেন আপনার স্নানঘরের বাস্তু?
বাথরুম থেকে বেরিয়ে কখনই দরজা খুলে রেখে দেবেন না। নজরে রাখুন বাথরুমের দরজা যেন সব সময় বন্ধ থাকে। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
বাথরুমের ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র, বাথরুমের বাইরেই রাখুন।
আরও পড়ুন:

রেল ব্রিজ রক্ষণাবেক্ষণের জন্য শিয়ালদহ মেন শাখায় বাতিল একাধিক ট্রেন, কোন কোন ট্রেন বাতিল?

জিমে যাওয়ার সময় নেই? সুস্থ থাকার জন্য হাঁটবেন নাকি দৌড়োবেন?

ব্যবহার করা হয়ে গেলে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখুন। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না।
বাথরুমের আয়নার পাশে বা সাবান রাখার জায়গায় এক টাকার কয়েন রাখুন। দেখবেন এতে লক্ষ্মীলাভ হবে।
বাথরুমে কখনও ভুলেও খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে খালি বালতি আপনার আর্থিক জীবনে বড় ক্ষতি নিয়ে আসতে পারে।
আরও পড়ুন:

কিছুতেই কাটছে না জট, ‘হেরাফেরি ৩’ এ ‘রাজু’-র চরিত্রে অক্ষয়কেই চান ‘শ্যাম’ সুনীল, ঘোর চিন্তায় কার্তিক?

দার্জিলিংয়ে নতুন অ্যাডভেঞ্চার! টয় ট্রেন চলবে রাতেও, কবে থেকে?

বাথরুমে ইন্ডোর প্ল্যান্ট রাখুন। এতে বাথরুমের লুক যেমন সতেজ থাকবে। তেমনি বাস্তুশাস্ত্রমতে বাথরুমেও পজিটিভ ভাইবস বজায় থাকবে। এক্ষেত্রে একটি কাচের শিশিতে মানি প্ল্যান্ট রাখতে পারেন।
বাথরুমে সব সময়ই সাদা রঙের আলো ব্যবহার করুন। এতে বাথরুমের লুক উজ্জ্বল থাকবে। সঙ্গে বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর হবে। বাথরুমে যেন রোদ হাওয়া ঢকে সেই দিকে নজর দিন।

Skip to content