শনিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

মানুষ চেনা যায় তার হাতের রেখা দিয়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আপনার হাত দেখেই বলে দেওয়া যায়, আসলে আপনি মানুষটা কেমন। আয়ুরেখা, শীর্ষরেখা, হৃদয়রেখা-সহ একাধিক রেখা আপনার হাতে দেখেছেন। আপনার হাতের রেখা নিয়ে হয়তো অনেক কথাও শুনেছেন। কিন্তু, আপনি কখনও কি খেয়াল করেছেন আপনার হাতে ইংরেজি ‘এম’ (M) চিহ্ন আছে কি না? জ্যোতিষশাস্ত্র হতে, ইংরেজি ‘এম’ থাকা মানে আপনি ‘অসাধারণ’।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কারও হাতে ইংরেজি ‘এম’ চিহ্ন থাকা মানে তিনি বেশ ভাগ্যবান। ‘এম’ চিহ্ন নাকি মস্তিষ্করেখা, হৃদয়রেখা আর জীবনরেখার সমন্বয়ে গড়ে ওঠে। সবার হাতে এই চিহ্ন থাকে না। আবার কারও হাতে স্পষ্ট হয় না। ‘এম’ চিহ্ন থাকা ব্যক্তিরা বেশ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও বিবেবকবান হন বলে মনে করে জ্যোতিষশাস্ত্র।
আরও পড়ুন:

শরীরে দেবদেবীর ট্যাটু রয়েছে? নিয়ম না মেনে চললে কিন্তু বিপদ হতে পারে

যৌনমিলনে আকর্ষণ কমছে? কী করলে মিলবে সমাধান

কোনও পুরুষের হাতে ইংরেজি ‘এম’ চিহ্ন থাকা মানে তিনি জীবনে অনেক সম্মান ও যশের অধিকারী হবেন। এমনকি, সমাজে তিনি একজন প্রভাবশালী ও ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিতে পারেন। জীবনসঙ্গীকে শুধু সম্মানের শ্রেষ্ঠ জায়গায় বসান না, তাঁর কাছ থেকে অনেক ভালোবাসা পেয়ে থাকেন।
আরও পড়ুন:

আপনার হাড় দুর্বল হয়ে গিয়েছে? এই চারটি যোগাসন নিয়মিত করছেন তো?

আহারে বাহার আনতে পাতে রাখতে পারেন ইডলি-সাম্বার-নারকেল চাটনি, রইল সহজ রেসিপি

অন্যদিকে, নারীর হাতে এই চিহ্ন থাকলে, তিনি পুরুষের তুলনায় বেশি ভাগ্যবতী হয়ে থাকেন। ইংরেজি ‘এম’ চিহ্ন থাকা নারীরা সরলমনা, বেশ চালাক এবং যেকোনও কাজে দক্ষ হন। এই নারীরা আদর্শ মাও হতে পারেন।

যদিও জ্যোতিষশাস্ত্রই এ সবই গুণের কথা বলছে। কী বলে বাস্তব?

Skip to content