আমাদের জীবন খুবই বিচিত্র। জীবনে চলার পথে কখনই কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না তা কেউ হলফ করে বলতে পারে না। জ্যোতিষ মতে, গ্রহ-নক্ষত্রের অবস্থান অনেক সময় নানা সমস্যা তৈরি করে। জন্মকুণ্ডলীতে গ্রহের ঠিক অবস্থানের ফলেই মানুষের জীবন সুখ-শান্তিতে কাটে। আবার জন্মকুণ্ডলীতে যদি গ্রহের অবস্থান ভুল থাকে তা হলে মানুষের জীবনে ঝামেলা অশান্তির শেষ হয় না। আর্থিক অনটন, বাড়িতে বাস্তু দোষ, পারিবারিক সমস্যা, পড়াশোনায় অনীহা, দাম্পত্য কলহ, ব্যবসা-বাণিজ্যে ক্ষতি অথবা চাকরিতে সমস্যা প্রভৃতি নানা সমস্যা আমাদের জীবনে যেন লেগেই থাকে। এদের বাদ দিয়ে আমরা এগিয়ে চলতে পারি না। তবে এই সব সমস্যার সমাধান লুকিয়ে সহজ কিছু ঘরোয়া টোটকায়। জ্যোতিষশাস্ত্রের বিশেষ নিয়ম মেনে কালো তিল দিয়ে কয়েকটি টোটকা করতে পারলে জীবনে সব বাধা-বিপত্তি কেটে যাবে।
টোটকাগুলি কী ভাবে করবেন?
জপ করুন
● শারীরিক অসুস্থতা দূর করতে একটি তামার পাত্রে দুধ, গঙ্গা জল ও কিছুটা কালো তিল মিশিয়ে শিব লিঙ্গে ঢালুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই টোটকার সাহায্যে ধীরে ধীরে শরীর-স্বাস্থ্য ভাল হবে। এমনকি, যাঁদের শারীরিক কোনও অসুস্থতা নেই তাঁরাও এই টোটকাটি করে দেখতে পারেন। উপকার পাবেন।
সাড়ে সাতির প্রভাব দূর করতে
● যদি জন্মকুণ্ডলীতে শনির সাড়ে সাতির সমস্যা চলে তা হলে শনি মহারাজের কুপ্রভাব থেকে বাঁচতে প্রতি শনিবার যে কোনও প্রবাহমান জলে এক মুঠো কালো তিল ভাসিয়ে দিন। এর ফলে শনির সাড়ে সাতির প্রভাব অনেকটা দূর হয়ে যাবে।
মুঠো কালো তিল
● পারিবারিক অশান্তি ও দাম্পত্য কলহ রুখতে এক মুঠো কালো তিল নিজের ও পরিবারের সকলের মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে নিয়ে তা বাড়ির উত্তরদিকে ছিটিয়ে দিন। তারপর পেছনের দিকে না তাকিয়ে চলে আসুন। কিছু দিনের মধ্যেই দেখবেন পরিবর্তন চোখে পড়বে।
দুধ ও গঙ্গা জল
● ব্যবসা বা চাকরিতে সমস্যা দূর করতে একটি তামার পাত্রে দুধ ও গঙ্গা জল মিশিয়ে নিয়ে তার মধ্যে সামান্য কালো তিল দিয়ে মিশ্রণটি শনিবার অশ্বত্থ গাছে নীচে অর্পণ করে দিন। এই টোটকায় ব্যবসা বা চাকরিতে উন্নতি হবেই।
দান
● বাড়িতে আর্থিক অনটন থাকলে এক মুঠো কালো তিল একটা কালো কাপড়ে বেধে যে কোনও ব্যক্তিকে দান করে দিন। এর ফলে ক্রমশ আর্থিক সমস্যার উন্নতি ঘটতে পারে।
অশ্বত্থ গাছ
● প্রতি শনিবার বা প্রতি অমাবস্যার দিন যদি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে কিছুটা কালো তিল দিয়ে অশ্বত্থ গাছের নীচে রাখতে পারেন, তা হলে আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি ঘটতে পারে।