শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

আমরা প্রায়ই বাড়িকে সুন্দর করে তুলতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকি। কেউ কেউ আবার তাঁদের একটু বাড়ির ফাঁকা জায়গায় কিংবা ছাদে এই ছোট্ট সখের বাগান করে থাকেন। বাড়িতে গাছ লাগানো আমাদের প্রায় সবারই শখ থাকে। এ ছাড়া গাছ লাগানো সব শাস্ত্রে ও ধর্মে অতি পবিত্র বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে, অনেক গাছ আছে যেগুলি মা লক্ষ্মীর আশির্বাদ আমাদের জীবনে শুভ বার্তা এনে দেয়। সেই সব গাছ বাড়িতে লাগিয়ে নিজের জীবনকে সুন্দর করুন ও আর্থিক দিক থেকে ভরিয়ে তুলুন। বাড়িতে কোন কোন গাছ রাখতে হয়?
 

মানি প্লান্ট

যদি ধান গাছ লাগানোর জায়গা বাড়িতে না থাকে, তা হলে অবশ্যই বাড়িতে একটি মানি প্লান্ট লাগান।
 

সুপুরি গাছ

সুপুরি গাছ মা লক্ষ্মী দেবীর অন্য আরেকটি পছন্দের গাছ। যে বাড়িতে সুপারি গাছ থাকে সেই বাড়িতে সদা মা লক্ষ্মীর কৃপা পেয়ে থাকে।

আরও পড়ুন:

ইন্দ্রের ভূমিকায় যিশু, শকুন্তলা হয়ে উঠতে সামান্থাকে কত কোটি টাকার গয়নায় সাজানো হল?

মনের সব অন্ধকার কাটবে পিয়ানোর সুরেই, সমীক্ষায় দাবি

 

ধান গাছ

বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থেকে কখনও বিচ্যুত হয় না। কিন্ত, ধান গাছ জমিতে হয়, বাড়িতে হবে কী ভাবে? বাড়ির কোথাও এক টুকরো জায়গায় বা টবে কয়েকটি ধান গাছ বসানো যেতে পারে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, সেই ধান শুধু পুজোর কাজে ব্যবহার করতে হবে।
 

কলাগাছ

বাড়িতে কলাগাছ লাগানো অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয়। এর ফলে বাড়ির পরিবেশ সর্বদা মঙ্গলময় থাকে। তবে কলা গাছ কখনও বাড়ির সামনের দিকে লাগানো যাবে না।

আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৮: ড. হীরালাল চৌধুরীর আবিষ্কার আজও পোনামাছ চাষীদের কাছে এক পরম আশীর্বাদ

খারাপ সময়ের মধ্যে যাচ্ছেন! গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে কী কী নিয়ম পালন করতে হবে

 

নারকেল গাছ

নারকেল গাছ বাড়িতে রাখা খুব শুভ লক্ষণ মনে করা হয়। ডাব বা নারকেল আমাদের প্রায় সব পুজোতেই লাগে। এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ ভরে থাকবে আপনার বাড়ি ।
 

পদ্ম গাছ

বাড়িতে ছোট জলাশয় তৈরি করে পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি মা লক্ষ্মীর খুব প্রিয় গাছ।
 

তুলসী গাছ

বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগাতে হবে। তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ি সব সময়ে পবিত্র ও অর্থে ভরে থাকে।


Skip to content