ছবি প্রতীকী।
জীবনকে আমরা সবসময়ই খুব ভালোভাবে কাটাতে চাই। আমরা চাই আমাদের জীবনে যেন কখনই অর্থকষ্ট না আসে। আমি জীবনে যখন যা চাই তাই যেন করে ফেলতে পারি আমার উপার্জিত টাকা থেকে। কিন্তু বাস্তবে দেখা যায়, আমরা যা ভাবি তা হয়তো সবসময় ঠিক আমদের মনের আশা পূরণ করতে পারে না। অনেকের ক্ষেত্রে দেখা যায়, কারও ব্যবসা খুব ভাল চলছে, আবার কারও ব্যবসা সব সময়ে মন্দা ভাব লেগেই আছে। আবার কেউ কেউ দেনার দায়ে এতটাই ডুবে রয়েছেন যে, কোনও কাজে সফল হতে পারছেনই না।
তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, আমরা যদি কিছু টোটকা সঠিক নিয়মে পালন করি, তাহলে আমাদের জীবনে অভাব-অনটন অনেকটা কমিয়ে ফেলা সম্ভব। সঠিক ভাবে বাস্তু মানলে তা আমাদের জীবনে নানা রকম সমস্যার সমাধান করে দিতে পারে। যেমন ধরুন, আপনার বাড়ির পাপসের নীচে এক টুকরো ফিটকিরি রাখে দিলেন। এটি আপনার জীবনের অর্থের অভাব থেকে মুক্তি দিতে পারে, এমনটাই বলছে বাস্তুশাস্ত্র।
আরও পড়ুন:
আপনার হাতে ‘এম’ চিহ্ন আছে না কি! তাহলে কিন্তু আপনি সবার থেকে অনেক আলাদা
পর্দার আড়ালে, পর্ব-২৯: অমরগীতি ছবিতে রাজাবাবু চরিত্রে তরুণ মজুমদারের প্রথম পছন্দ ছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন:
কী সেই টোটকার নিয়ম?
আমরা সবাই বাড়িতে পাপস রাখি পায়র ধুলো পরিষ্কার করার জন্য। কিন্তু বাস্তু মতে, শুধু ধুলো পরিষ্কার করার জন্য পাপস ব্যবহার করা হয় না। বাড়ির বা বাইরের লোকেদের সঙ্গে যে নেতিবাচক শক্তি আসে, তা ঘরের ভিতর প্রবেশ করা থেকে বাধা দেয় পাপস। যে বাড়িতে সদর দরজায় পাপস থাকে না, সে বাড়িতে অভাব অনটন পিছু ছাড়ে না। তাই বাড়ির প্রত্যেকটি দরজায় পাপস রাখা অত্যন্ত জরুরি।
শখের নখ কয়েক দিনেই ভেঙে যাচ্ছে? কী খেলে সমস্যা কমবে
মহাকাব্যের কথকতা, পর্ব-৩: আর্ষ মহাকাব্যদ্বয়ের আদি প্রচারমাধ্যম
বাড়ির সদর দরজায় পাপস রাখতে পারেন, অথবা সব দরজাতেও রাখতে পারেন। তার পর পাপসের নীচে এক টুকরো ফিটকিরি কালো কাপড়ে মুড়ে যে কোনও শনিবার রেখে দিন। তার পর দেখুন কী ভাবে আপনার সব অভাব দূরে সরে গিয়ে আপনি কেমন রাতারাতি ধনী হয়ে উঠতে পারেন। এমনটাই বলছে বাস্তুশাস্ত্র।