ছবি প্রতীকী।
আমাদের প্রত্যেকের জীবনেই গ্রহের শুভ এবং অশুভ প্রভাব থাকে। আমরা গ্রহের অশুভ প্রভাবের ফলে জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। জ্যোতিষশাস্ত্রে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য কিছু কিছু টোটকার কথা উল্লেখ রয়েছে। অশুভ গ্রহের প্রতিকারের জন্য সর্বাধিক উল্লেকজগ্য একটি উপায় হল গ্রহরত্ন ধারণ করা। গ্রহ রত্ন ধারণ ছাড়াও গ্রহ মূল, গ্রহ ধাতু এবং রুদ্রাক্ষ ধারণ, গ্রহের রঙের ব্যবহার, গ্রহের মন্ত্র পাঠ, গ্রহের হোমযোগ্য, গ্রহের দেবতা এবং অধি দেবতার পুজো পাঠের উপায়েও গ্রহের প্রতিকার করা যেতে পারে। এ ছাড়া সামান্য কিছু নিয়ম এবং জীবনধারার কিছু পরিবর্তনে অশুভ গ্রহের প্রতিকার করা সম্ভব।
অশুভ গ্রহের প্রতিকারে জ্যোতিষশাস্ত্রে কী কী নিয়ম পালনের কথা বলা হয়েছে?
আরও পড়ুন:
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১১: কয়েক সেকেন্ডের মধ্যেই দু’ একটি ছবি তুলতে না তুলতেই হাত অসাড় হয়ে যাচ্ছিল
দশভুজা: সেই ষোলো মিনিটের দূরত্ব কোনওদিন পূরণ হয়নি
প্যান এবং আধারকার্ডের সংযুক্তিকরণে বাড়ল মেয়াদ, জেনে নিন অতিরিক্ত কতদিন সময় পাওয়া গেল
আরও পড়ুন: