শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

আমাদের প্রত্যেকের জীবনেই গ্রহের শুভ এবং অশুভ প্রভাব থাকে। আমরা গ্রহের অশুভ প্রভাবের ফলে জীবনে নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। জ্যোতিষশাস্ত্রে গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য কিছু কিছু টোটকার কথা উল্লেখ রয়েছে। অশুভ গ্রহের প্রতিকারের জন্য সর্বাধিক উল্লেকজগ্য একটি উপায় হল গ্রহরত্ন ধারণ করা। গ্রহ রত্ন ধারণ ছাড়াও গ্রহ মূল, গ্রহ ধাতু এবং রুদ্রাক্ষ ধারণ, গ্রহের রঙের ব্যবহার, গ্রহের মন্ত্র পাঠ, গ্রহের হোমযোগ্য, গ্রহের দেবতা এবং অধি দেবতার পুজো পাঠের উপায়েও গ্রহের প্রতিকার করা যেতে পারে। এ ছাড়া সামান্য কিছু নিয়ম এবং জীবনধারার কিছু পরিবর্তনে অশুভ গ্রহের প্রতিকার করা সম্ভব।
 

অশুভ গ্রহের প্রতিকারে জ্যোতিষশাস্ত্রে কী কী নিয়ম পালনের কথা বলা হয়েছে?

চন্দ্রের প্রতিকারের জন্য মা এবং বয়স্ক মহিলাদের সেবা করুন। একসঙ্গেই রুপোর পাত্রে জল ও দুধ পান করুন।

রবির প্রতিকারের জন্য রোজ সূর্য প্রণাম করুন।

মঙ্গলের প্রতিকারের জন্য হনুমান চল্লিশা পাঠ করুন এবং লাল বা কমলা রঙের পোশাক বেশি করে পরুন।

আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১১: কয়েক সেকেন্ডের মধ্যেই দু’ একটি ছবি তুলতে না তুলতেই হাত অসাড় হয়ে যাচ্ছিল

দশভুজা: সেই ষোলো মিনিটের দূরত্ব কোনওদিন পূরণ হয়নি

প্যান এবং আধারকার্ডের সংযুক্তিকরণে বাড়ল মেয়াদ, জেনে নিন অতিরিক্ত কতদিন সময় পাওয়া গেল

শুক্রের প্রতিকারের জন্য সব সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। গৃহের মহিলা সদস্যদের প্রতি যত্নশীল হোন। সাদা পোশাক বেশি ব্যবহার করুন।

বৃহস্পতির প্রতিকারের জন্য ব্রাহ্মণ সেবা করুন এবং হলুদ রঙের পোশাক বেশি পরুন।

কেতুর প্রতিকারের জন্য শ্রীগণেশের পুজো করুন।
আরও পড়ুন:

নারীর কোন অঙ্গে তিল থাকলে শুভ? তিল নাভির নীচে থাকলে কী হয়? জ্যোতিষশাস্ত্র কী বলছে?

মনের আয়না: নেতিবাচক ভাবনা সরিয়ে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন, ফিরবে হৃত যৌনজীবন

সকালে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে সকালটাই শুরু হয় না? এর ফলে শরীরের কী ক্ষতি হচ্ছে

বুধের প্রতিকারের জন্য শ্রীবিষ্ণু, শ্রীগণেশের পুজো করুন এবং সবুজ রঙের পোশাক বেশি পরুন।

রাহুর প্রতিকারের জন্য দেবী দুর্গার পুজো করুন। এরই সঙ্গে সামর্থ অনুযায়ী দুঃস্থদের দান এবং সেবা করুন।

শনির প্রতিকারের জন্য গৃহের বয়স্কদের সেবা করুন এবং তাঁদের খুশি রাখুন। পারলে দেবী দক্ষিনা কালি এবং শনি মহারাজের পুজো করুন। এবং নীল রঙের পোশাক বেশি ব্যবহার করুন।

Skip to content