আমরা সকলেই চাই আমাদের গৃহে যেন সব সময়ে মা লক্ষ্মীর কৃপা সবসময় বজায় থাকে। যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, সেই বাড়ি ধনসম্পত্তি, অন্নবস্ত্রতে ভরে থাকে। তাই যাঁর উপর মা লক্ষ্মী সন্তুষ্ট হন, তিনি খুবই ভাগ্যশালী। মা লক্ষ্মীর কৃপা পেতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি নিয়মের কথা বলা আছে। এ ছাড়া বিশেষ কয়েকটি সঙ্কেতের উল্লেখ আছে, যা দেখে আপনি বুঝতে পারবেন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর রয়েছে কি না।
একঝলকে দেখে নিন সঙ্কেতগুলি কী কী
● পরিষ্কার-পরিচ্ছন্নতা মা লক্ষ্মীর খুবই প্রিয়। সকাল সকাল অনেকেই বাড়িতে ঝাঁট দিয়ে বাড়ি পরিষ্কার করেন। সকালবেলা যদি অন্য কারও বাড়ির ঝাঁট দেওয়া আপনি দেখতে পান তা হলে তা আপনার জন্য খুবই ভালো। তাই ঝাঁট দেওয়ার দৃশ্য দেখা খুবই ভালো বলে মনে করা হয়।
● সকালবেলা সবার প্রথমে দুধের কোনও জিনিস দেখাও খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়।
● প্রতিদিন নিত্যদেবতার পুজোর সময়ে প্রায় সব বাড়িতেই শাঁখ বাজানো হয়। বাড়িতে শাঁখ বাজানো অত্যন্ত ভালো একটি নিত্যকর্ম। কিন্তু যদি কোনও ভাবে অন্যের বাড়ির শাঁখের আওয়াজ আপনার কানে আসে, তা হলে বুঝবেন আপনার সুখের দিন খুব তাড়াতাড়ি আসতে চলেছে।
● পেঁচা হল মা লক্ষ্মীর বাহন এবং মা লক্ষ্মীর খুব প্রিয়। তাই কোনও বাড়িতে যদি পেঁচা এসে বসে, তা হলে বুঝতে হবে সেই বাড়ির উন্নতি দ্বিগুণ হতে চলেছে। এ ছাড়া বাড়ির আশপাশেও যদি পেঁচা দেখা যায়, তা হলেও জানবেন অত্যন্ত শুভ সঙ্কেত।
● সাপের নামে আমরা সকলেই ভয় পাই। কিন্তু কোনও বাড়িতে যদি আচমকা সাপ দেখা যায়, তাও অত্যন্ত শুভ সঙ্কেত বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী।