
অলঙ্করণ: সুহান মণ্ডল।
জীবন যখন এক অনাবিল ধারার ন্যায় বয়ে চলে, তখন অসীমকালের আমন্ত্রণ মনে জাগায় এক নব চেতনার বিকাশ। ঘটায় নব উন্মাদনার। চলতে থাকে প্রচেষ্টার পরম্পরা। অন্তর হতে অন্তরাত্মার বিকাশের আহ্বান।
রবিপক্ষ এমনই এক আত্মচেতনার মননের বিকাশ, যা যুগান্তরের বাংলার বৈশাখী তিথি পঁচিশে হয়, ঘটে তব জাগরণের মুহূর্ত। তাই তো ঘটমান বর্তমান, যা আজও অতীত। কিন্তু সত্যিই কি তাই! রবীন্দ্রনাথ আজও চির নূতন, চিরন্তন।
রবিপক্ষ এমনই এক আত্মচেতনার মননের বিকাশ, যা যুগান্তরের বাংলার বৈশাখী তিথি পঁচিশে হয়, ঘটে তব জাগরণের মুহূর্ত। তাই তো ঘটমান বর্তমান, যা আজও অতীত। কিন্তু সত্যিই কি তাই! রবীন্দ্রনাথ আজও চির নূতন, চিরন্তন।
আজই হতে শতবর্ষের পূর্বরাগ যা বলেছিল, তা আজও অক্ষরে অক্ষরে প্রতিফলিত। রবীন্দ্রনাথ আজও প্রতিটি প্রাণের অন্তরাত্মায়। প্রতিটি বাঙালি তথা ভারতীয়দের জীবাত্মায় বিরাজমান। তাই অন্তর হতে অন্তরতর একজনই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
কবি ছিলেন ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, দার্শনিক, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও প্রকৃতি প্রেমী। তিনি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। রবীন্দ্রনাথ ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত।
কবি ছিলেন ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, দার্শনিক, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও প্রকৃতি প্রেমী। তিনি বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক। রবীন্দ্রনাথ ‘গুরুদেব’, ‘কবিগুরু’ ও ‘বিশ্বকবি’ অভিধায় ভূষিত।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬২: প্রথম রবীন্দ্রজীবনী

ভানুসিংহের পদাবলীর ভাষা এবং বিষয় মাহাত্ম্য

উৎসবের উষ্ণতায় শারুল-শিমুল

স্বাদে-আহ্লাদে: আম দিয়ে তৈরি এই লোভনীয় স্বাদের আচার খেয়েছেন?
কবিগুরুর ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ এবং অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়েছিল। তাঁর মোট ৯৫টি ছোটগল্প এবং ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত করণ হয়েছে।
রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থ বিভিন্ন খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশটি খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশিয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। সেই পুরস্কারপ্রাপ্তি কবিকে করেছে বিশ্ববরেণ্য। তাই তো কবিগুরু আজও অন্তর হতে অন্তরতর। আজও বলতে ইচ্ছা করে, নবীনতাই রবি ঠাকুরের পুজো-প্রেম ও প্রকৃতি।
রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থ বিভিন্ন খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশটি খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশিয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। সেই পুরস্কারপ্রাপ্তি কবিকে করেছে বিশ্ববরেণ্য। তাই তো কবিগুরু আজও অন্তর হতে অন্তরতর। আজও বলতে ইচ্ছা করে, নবীনতাই রবি ঠাকুরের পুজো-প্রেম ও প্রকৃতি।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪: একজন জ্ঞানী পণ্ডিত এবং ব্যবসায়ীর মধ্যে রাজা কাকে বেশি গুরুত্ব দেবেন?

উত্তম কথাচিত্র, পর্ব-৩৪: স্বপ্ন ও দুঃস্বপ্নের ‘রাত-ভোর’

পঞ্চমে মেলোডি, পর্ব-১০: কিশোর কণ্ঠের উপর যেন এক অলিখিত দাবি ছিল পঞ্চমের

অলঙ্করণ: সুহান মণ্ডল।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সামাজিক কর্মী বরুণ সোম্মাদারের কথায়, “রবীন্দ্রনাথ বিচিত্র বর্ণের ফুলের মালা। প্রতিটি ফুলের বর্ণ ও সৌরভের মধ্যে তাঁর আপন চিন্তা চেতনা চিরন্তন আধুনিক সৃষ্টি ও কৃষ্টির প্রকাশ। রবি ঠাকুরের স্বকীয়তা ও আপনতর সৃজনশীলতা তাঁর কাব্য গ্রন্থের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। অবশ্যই এই স্বকীয়তার সংসর্গে প্রকৃতির নিসর্গ সত্তার নান্দনিক রূপ, রস ও গন্ধ একদমই অন্যতম ও অনবদ্য। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর এক এবং অভিন্ন সত্তার অভিপ্রকাশ…উপনিষদ বেদ বেদান্তের অভ্রান্ত দর্শনশাস্ত্রকে অবলম্বন করে তিনি সহজাত ভাবে ঈশ্বরের সংজ্ঞা দিয়েছেন। গীতবিতানের গানের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এবং কবিতার সংখ্যা আড়াই হাজার। গান ও কবিতার মধ্যে দিয়ে রবি ঈশ্বরের সন্ধান দিয়েছেন অত্যন্ত সাবলীল ভাবে। দু’ একটি উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন: আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে আমি দেখতে তোমায় পাইনি কিংবা নয়ন তোমারে পায়না দেখিতে রয়েছো নয়নে নয়নে কিংবা আমি কান পেতে রই আমার আপন… এরকম বহু সংখ্যক গানের মধ্যে দিয়ে তিনি ঈশ্বরের সন্ধান দিয়েছেন। song offerings কাব্য গ্রন্থ তার উজ্জ্বল দৃষ্টান্ত। তার আধ্যাত্মিক ও ঈশ্বর চিন্তার প্রতিফলন গান কবিতা-সহ অন্যান্য কাব্য গ্রন্থের মধ্যে দিয়ে পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। সব কিছু ব্যাখ্যা অল্প কথায় বলা সম্ভব নয়। তবে একটি স্থানে পরিষ্কার তাঁর সৃষ্ট পুজো, প্রকৃতি, প্রেম, বিচিত্র প্রতিটি পর্যায়ের গানের চিন্তা ভাবনা দর্শনশাস্ত্র এক এবং অভিন্ন সূত্রে গাথা। যার মধ্যে দিয়ে নিরাকার ঈশ্বরের কথা বলা হয়েছে। যার অস্তিত্ব মানুষের অন্তরের মধ্যে বিদ্যমান। এর জন্য চাই তপস্বী মন ও আধ্যাত্মিক অনুশীলন। মোদ্দা কথা ঈশ্বরের পরশ ও দর্শনের জন্য মন্দির মসজিদ কিংবা গির্জার প্রয়োজন নেই। চাই জীব সেবা সমাজ সেবা ও নির্মল চিত্তে মানুষকে ভালোবাসা ও ভালো মানুষ তৈরি করা। রবি ঠাকুরের বিসর্জন, ব্রাহ্মণ, রাজর্ষি, গোড়া! নৃত্য নাটিকার মধ্যে চন্ডালিকা প্রমুখ নাটক ও নাটিকার মধ্যে দিয়ে বিজ্ঞানভিত্তিক ঈশ্বর তত্ত্বের কথা বলে গিয়েছেন। গভীর পড়াশুনা প্রজ্ঞা চক্ষু ও নিয়মিত সাধক মন নিয়ে তপস্বাকরলে রবির ঈশ্বর চিন্তা স্বচ্ছ জলের মতো হয়ে উঠবে।”
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৮: কোষার ভান্ডার ছররি থেকে কুঠাঘাট হয়ে কুরদার

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৬: গরমে কক্ষনও ডিম খেতে নেই?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৩: আচমকা রাতের পার্টিতে হাজির পুলিশ
রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর মনের মানুষ। আজ তাঁর ১৬৩তম জন্ম দিবস। বিশ্বের দরবারে তিনি আমাদের দেশের ধর্মচিন্তা সাহিত্য কাব্য অর্থনীতি ইত্যাদি পৌঁছে দিয়েছেন। বাঙালি ও ভারতবাসী হিসেবে এর জন্য আমরা গর্বিত। আসুন আজ তাঁর জন্ম দিবস উপলক্ষে আমরা সকলে মিলে অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করি।
আজকের সুপ্রভাতের সংসর্গে,
সূর্যের কিরণ থেকে
যিনি সকলের চেয়ে বড়
তাঁর একটি শুভ বার্তা
আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে।
তুমি আসবে বলেই,
ঘরে ঘরে শঙ্খ ধ্বনি বেজে উঠেছে।
আজকের সুপ্রভাতের সংসর্গে,
সূর্যের কিরণ থেকে
যিনি সকলের চেয়ে বড়
তাঁর একটি শুভ বার্তা
আকাশে বাতাসে অনুরণিত হচ্ছে।
তুমি আসবে বলেই,
ঘরে ঘরে শঙ্খ ধ্বনি বেজে উঠেছে।
* সুপর্ণা সান্যাল মুখোপাধ্যায়, অ্যাসোসিয়েট প্রফেসর, ‘এডুকেশন’ বিভাগের বিভাগীয় প্রধান, সিকম সিক্লস বিশ্ববিদ্যালয়।।
* সৈকতকুমার বাসু, নির্বাহী গবেষণা পরিচালক, পিএফএস, লেথব্রিজ, আলবার্টা, কানাডা।।
* সৈকতকুমার বাসু, নির্বাহী গবেষণা পরিচালক, পিএফএস, লেথব্রিজ, আলবার্টা, কানাডা।।