বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

আমাদের সবার বাড়ি ধন-সম্পদে বেড়ে উঠুক, এটা প্রায় সকলেই আমরা চেয়ে থাকি। কিন্তু আমাদের সব চাওয়া যে সবসময় পূর্ণ হবেই, এ রকম কোনও মানেই হয় না। জীবনে চলার পথে যেমন সুখ থাকে, আবার দুঃখও সমান ভাবে বর্তমান। আর আমরা যতই চেষ্টা করি না কেন দুঃখ-কষ্টকে কখনই জীবন থেকে এড়িয়ে চলা যায় না। দুঃখ-কষ্টকে জয় করে এগিয়ে চলার নামই তো জীবন। সুখের সময় যখন আমাদের জীবনে আসে তখন আমরা তাকে খুবই তাড়াতাড়ি অতিক্রম করে ফেলি, কিন্তু দুঃখের সময় অতিক্রম করাই যেন যায় না।
নানা মানুষের জীবনে নানা ধরনের সমস্যা থাকে। কারও আর্থিক কষ্ট, কারও পারিবারিক কষ্ট, আবার কারও থাকে দাম্পত্য কষ্ট। এই কষ্টের হাত থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রে নানা সমাধানের কথা বলা হয়েছে। জানেন কি, গোলাপ ফুল দিয়ে টোটকার কথা বলে আছে, যা ঠিক ভাবে করতে পারলে সংসারে আর্থিক দিকে বিশেষ উন্নতি হবে।
আরও পড়ুন:

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪৯: মিশ্র মাছচাষ পদ্ধতিতে শুধু ফলন বাড়েনি, মাছের বৈচিত্রের সমাহারও নজর কেড়েছে

আপনার হাতে ‘এম’ চিহ্ন আছে না কি! তাহলে কিন্তু আপনি সবার থেকে অনেক আলাদা

 

জ্যোতিষশাস্ত্র মতে পাঁচ টোটকা

 

কাচের পাত্রে গোলাপের পাপড়ি

গোলাপ ফুলের বেশ কিছুটা পাপড়ি একটা কাচের পাত্রে জলের মধ্যে রেখে, শোয়ার ঘরে রেখে দিন। সাত দিন পর এই জিনিসগুলি বদলে ফেলুন। আর্থিক উন্নতি হবেই।
 

পান পাতা ও গোলাপ

একটা পান পাতার উপর সাতটা গোলাপের পাপড়ি নিয়ে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দিতে পারেন।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮: ‘বাইরে বেরুলেই বিপদ!’

ইন্দ্রের ভূমিকায় যিশু, শকুন্তলা হয়ে উঠতে সামান্থাকে কত কোটি টাকার গয়নায় সাজানো হল?

 

গোলাপ এবং কর্পুর

শুক্রবার সন্ধ্যায় আরতি করার সময়ে মা লক্ষ্মী দেবীর সামনে গোলাপ এবং কর্পুর একসঙ্গে পুড়িয়ে দিন।
 

লাল গোলাপের মালা

মঙ্গলবার এবং শনিবার হনুমানজিকে লাল গোলাপের মালা পরিয়ে দেখুন, এতে আর্থিক উন্নতি হবেই।

 

মা লক্ষ্মীকে লাল গোলাপ দিন

পর পর ১১টা বৃহস্পতিবার মা লক্ষ্মীকে একটা করে লাল গোলাপ দিন। এতে দেখবেন আর্থিক কষ্ট ধীরে ধীরে কমে যাবে।


Skip to content