বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

তালুর রেখা দেখে ভাগ্য নির্ধারণ করা যায় এটা তো প্রায় সবারই জানা। কিন্তু এটা জানতেন কি, কারও হাতের তালুর রং দেখেও বলে জানা যেতে পারে সেই ব্যক্তির চরিত্র ঠিক কেমন? হ্যাঁ, ঠিকই পড়েছেন। সমুদ্রশাস্ত্র বলছে, আমাদের হাতের রং দেখে ভবিষ্যৎ গণনা করা অসম্ভব নয়। এবার আপনার চরিত্র ঠিক কেমন, নিজের হাতের রং মিলিয়ে দেখে নিন।
 

কোন রঙের চরিত্র কেমন?

হলুদ রং

অনেকের হাতের তালুর রং হলুদ হয়। কারও তালুর রং এরকম হলে বুঝতে হবে তিনি শারীরিক ভাবে সুস্থ নেই। পাশাপাশি ওই ব্যক্তিরা বেশি আকৃষ্ট হন বিপরীত লিঙ্গের প্রতি।
 

লাল রং

যাঁদের হাতের তালুর রং লাল হয় তাঁরা খুব তাড়াতাড়ি রেগে যান। এমনকি, তিনি ততটা বিশ্বাসযোগ্যও হন না। যদিও এঁরা কাজ করেন মনোযোগ দিয়ে।

আরও পড়ুন:

অর্থের কষ্টে জেরবার? শনিবার কোন টোটকায় তা দূর হবে? কী বলছে বাস্তুশাস্ত্র?

আপনার হাতে ‘এম’ চিহ্ন আছে না কি! তাহলে কিন্তু আপনি সবার থেকে অনেক আলাদা

 

নীল রং

কারও কারও হাতের তালুর রং নীল হয়। এঁরা শারীরিক ভাবে কিছুটা দুর্বল প্রকৃতির হন। জীবনে দারিদ্র বজায় থাকে।
 

গোলাপি রং

এমনও অনেকে আছেন, যাঁদের হাতের তালুর রং গলাপি হয়। এ ধরনের মানুষের মধ্যে প্রবল মূল্যবোধ থাকে। পাশাপাশি বেশ দয়ালু, কর্মঠ এবং বিনয়ীও হন তাঁরা। তবে ওই ধরনের ব্যক্তির কথা কেউ না শুনলে আবার খুবই রেগে যান। আবার যাঁদের হাতের তালুর গাঢ় গোলাপি রংয়ের হয়, তাঁরা খুব সুখী হন।

আরও পড়ুন:

বাড়িতে নেলপলিশ রিমুভার নেই? চটজলদি সমাধান পান এই সব ঘরোয়া উপায়েই

হেলদি ডায়েট: দাঁতকে অবহেলা নয়, শিশুর দাঁতের যত্ন নিন গোড়া থেকেই, সতর্ক হন এই সব খাবারে

 

সাদা রং

কেউ রক্তাল্পতায় ভুগলে তাঁর হাতের তালুর রং সাদা হতে পারে। তবে কারও হাতের তালুর রং যদি স্বাভাবিক ভাবে সাদা হয়, তাহলে তাঁদের মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে। সাধারণত এঁরা শান্ত স্বভাবেরও হয়ে থাকেন। অহেতুক অতিরিক্ত উত্তেজিত হন না। একা একা থাকতেই বেশি পছন্দ করেন। মনযোগের অভাব থাকায়, অর্থেরও অভাব থাকে।
 

কালো ছোপ

যাঁদের হাতের তালুর রং সাদা হয় তাঁদের ব্যবহারও বেশ খারাপ হয়। এই ধরনের ব্যক্তি প্রায়ই নেশাগ্রস্ত হয়ে পড়েন।


Skip to content