রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা ভাইরাস। এখন যে কয়েকটি রাজ্যে করোনার প্রভাব বেড়েছে, তার মধ্যে অন্যতম মহারাষ্ট্র। এখানে পাঁচ মাস পরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০০ ছারিয়েছে। রাজ্যের সরকারি হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মার্চ মাসে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবার সোলাপুরে এক জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, ১ মার্চ সে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৩২। কিন্তু ২২ দিন তা ১০ গুণের বেশি বৃদ্ধি পেয়ে ৩৩৪ হয়েছে। ফেব্রুয়ারিতে মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। চলতি মাস এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হয়েছে। যদিও নতুন করে উদ্বেগ শুরু হওয়ার পর মুম্বই শহরে কারও রোগীর মৃত্যু হয়নি। তবে গত সপ্তাহে মুম্বইয়ের হাসপাতালগুলিতে রোগী ভর্তির ভিড় কিছুটা বেড়েছে। প্রশাসন সূত্রে খবর, এই মুহূর্তে মুম্বইয়ের হাসপাতালগুলিতে ২৬ জন করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন। এদের মধ্যে ১০ জন অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: ড্যাশ ডায়েট, এক ঢিলে কমবে ওজন ও রক্তচাপ

উচ্চ রক্তচাপের সমস্যায় মুশকিল আসান হতে পারে টক দই

বুধবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের করোনা এবং ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠকে তিনি বলেন, এখনই ভয়ের কিছু না থাকলেও অসতর্ক হওয়া যাবে না। সংক্রমণ এড়াতে আবার মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো সতর্কতামূলক পদক্ষেপে উপর জোর দিতে হবে।

Skip to content