বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক প্রয়াত।

পরিচালক ও অভিনেতা সতীশ কৌশিক প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে কৌতুকশিল্পীর বয়েস হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার সকালেই অভিনেতার মৃত্যু সংবাদ পাওয়া যায়। বলিউড অভিনেতা অনুপম খের সমাজমাধ্যমে কৌশিকের মৃত্যুর খবর জানান।
বৃহস্পতিবার সকালে অনুপম খের একটি টুইটে লেখেন, ‘‘আমি জানি, জীবনের সবথেকে বড় সত্য মৃত্যু। কিন্তু আমি ভাবিনি, আমার প্রিয় বন্ধুর জন্য কোনও দিন আমাকে এটা লিখতে হবে। আচমকা ৪৫ বছরের বন্ধুত্বের সমাপ্তি। তোমার অনুপস্থিতিতে জীবন বদলে যাবে। ওম শান্তি।’’

জানা গিয়েছে, পরিচালক সতীশ কৌশিকে দিল্লিতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই হৃদরোগে আক্রান্ত হন ‘তেরে নাম’ খ্যাত অভিনেতা। গত ৭ মার্চ, গীতিকার জাভেদ আখতারের হোলির উৎসবে তাঁকে গিয়েছিল। খবর, আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এর পরেই বৃহস্পতিবার সকালে পাওয়া যায় তাঁর মৃত্যুর খবর।
আরও পড়ুন:

ডায়েট ফটাফট: ওজন কমাতে ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনারের মাঝে ‘হেলদি স্ন্যাকস’ খাচ্ছেন তো?

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১০: পেটের গ্যাস সারা দেহেই ঘুরে বেড়ায়!

সতীশ কৌশিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেত্রীর আগামী ছবি ‘ইমার্জেন্সি’তে উপ প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন সতীশ।

পরিচালক সতীশ কৌশিকের কেরিয়ার শুরু ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে। অভিনেতা ‘হম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’-এর মতো ছবিও পরিচালনা করেছেন। সতীশের জনপ্রিয়তা বাড়ে সলমন খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-২৭: উত্তমের প্রশ্নে মজাদার জবাব ভানুর, হাসির বন্যা বয়ে গেল নিউ থিয়েটার্স স্টুডিয়ো ফ্লোরে

চট জলদি ত্বকের জেল্লা ফেরাতে চান? রইল কিছু ঘরোয়া ফেস প্যাকের হদিশ

শুধু পরিচালক নন, অভিনেতা হিসাবেও নিজের তিনি নজর করেছেন। ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ক্যালেন্ডারের চরিত্র মনে আছে অনুরাগীদের। আশি ও নব্বইয়ের দশকের অনেক ছবিতে তাঁকে দেখা গিয়েছে। হালের ‘বাগী ৩’, ‘ছত্রিওয়ালি’র মতো ছবিতেও তিনি অভিনয় করেছেন।

Skip to content