গোয়েন্দা চরিত্র ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রয়াত। সাহিত্যিক বার্ধক্যজনিত অসুস্থাতায় ভুগছিলেন। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে একটা যুগের অবসান হল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্য় জগতে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই গত রবিবার তাঁর স্ট্রোক হয়েছিল। অশীতিপর ষষ্ঠীপদকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুর ৩টের সময় প্রয়াত সাহিত্যিকের মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে হাওড়ার জগাছার ধারসায় তাঁর বাসভবনে। ষষ্ঠীপদ হাওড়ার রামরাজাতলাতে নিজ বাসভবনেই থাকতেন। হাওড়ার শিবপুর বার্নিং ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৩: রবীন্দ্রনাথের পোশাকআশাক
নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৩১: ‘মহাশয় থিয়েটারে যদি ফুল ফুটাইতে চান গিরিশবাবুকে লইয়া আসুন’
সাহিত্যিকের জন্ম ১৯৪১ খ্রিস্টাব্দের ৯ মার্চ, হাওড়ার খুরুট ষষ্ঠীতলায়। কিশোর বয়স থেকেই তাঁর সাহিত্যসাধনা শুরু হয় ছোটবেলা থেকেই। রোমাঞ্চের প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ ছিল। সাহিত্যিকের গল্প, উপন্যাসেও সেই ছাপ রয়েছে।
আরও পড়ুন:
প্রসঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান: বাড়তি রক্তচাপ চিন্তা বাড়াচ্ছে? উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কী করবেন, কী করবেন না
হাত বাড়ালেই বনৌষধি: হাঁপানির সমস্যা থেকে ক্যানসার সব রোগের দাওয়াই হলুদ
১৯৬১ সালে প্রথম সারির এক সংবাদ পত্রের সঙ্গে যুক্ত হন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তাঁর গোয়েন্দা চরিত্র ‘পাণ্ডব গোয়েন্দা’র সৃষ্টি ১৯৮১ সালে। ‘পাণ্ডব গোয়েন্দা’ তাঁকে অল্প সময়ের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। এই কাহিনি অবলম্বনে একাধিক কমিক স্ট্রিপ, টেলিভিশন ধারাবাহিকও তৈরি হয়েছে। ‘পাণ্ডব গোয়েন্দা’ ছাড়াও শিশুদের উপযোগী ‘প্রাইভেট ডিটেকটিভ অম্বর চ্যাটার্জী’, ‘কিশোর গোয়েন্দা তাতার-এর অভিযান’ এর মতো একাধিক গোয়েন্দা কাহিনি লিখেছেন ষষ্ঠীপদ।
আরও পড়ুন:
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৩: কালাদেওর বলি
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৭: ফুটবলের শিল্পী: বিশ্বের দশজনের একজন
১৯৬১ সালে প্রথম সারির এক সংবাদ পত্রের সঙ্গে যুক্ত হন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে ‘রহস্য রজনীগন্ধার’, ‘দেবদাসী তীর্থ’, ‘সোনার গণপতি হীরের চোখ’, ‘কিংবদন্তীর বিক্রমাদিত্য’, ‘চতুর্থ তদন্ত’, ‘সেরা রহস্য পঁচিশ’, ‘কাকাহিগড় অভিযান’, ‘পুণ্যতীর্থে ভ্রমণ’, ‘হিমালয়ের নয় দেবী’, ‘কেদারনাথ’ ইত্যাদি উল্লেখযোগ্য। শিশুসাহিত্যে তাঁর অবদানের জন্য ২০১৭ সালে তাঁকে পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।