রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

এ কথা আমরা সকলেই জানি, তৈলাক্ত ও ব্রণ প্রবণ ত্বকের জন্য মুলতানি মাটি অত্যন্ত উপকারী। এটি ত্বকের অতিরিক্ত তেল ও ধুলোবালি দূর করে ত্বককে কোমল ও মসৃণ করে দেয় সহজেই। এ ছাড়াও মুলতানি মাটি ত্বককে রক্ষা করে বিভিন্ন সমস্যার হাত থেকে। কী ভাবে ব্যবহার করবেন মুলতানি মাটি?
 

মুলতানি মাটিকে এ ভাবে ব্যবহার করতে হবে

যাঁদের ত্বক খুব তৈলাক্ত তাঁরা মুলতানি মাটির সঙ্গে গোলাপ জল মিশিয়ে মাখুন।
ত্বক যদি খুব রুক্ষ হয়ে থাকে, সে ক্ষেত্রে মুলতানি মাটির সঙ্গে বাদামগুঁড়ো এবং কাঁচা দুধ মিশিয়ে মিশ্রণ বানিয়ে ত্বকে লাগাতে পারেন। অল্প দিনেই ত্বক হয়ে যাবে কোমল ও মসৃণ।
মুখের কালো দাগ-ছোপ থেকে মুক্তি পেতে সাহায্য করে মুলতানি মাটি। টম্যাটোর রস আর মুলতানি মাটির মিশ্রণ সপ্তাহে দু’দিন ব্যবহার করলে আপনি পেতে পারেন দাগহীন, উজ্জ্বল ত্বক।

আরও পড়ুন:

‘প্রতি মিনিটে চুমু খাই আমরা’! নিন্দকদের জবাব দিলেন শুভশ্রী

ইংলিশ টিংলিশ: তোমরা কি জানো cakewalk বা icing on the cake —এই idiom গুলোর মানে কি?

সুস্থ ত্বকের জন্য মধু খুবই উপকারী। আর সূ্র্যের প্রখর তাপে পুড়ে ত্বকের প্রদাহ বৃদ্ধি পায়। মুলতানি মাটির সঙ্গে মধু মিশিয়ে মাখলে ত্বকের আরাম হয়।
টানটান ত্বক পেতে চাই আমরা সকলেই। মুলতানি মাটি ত্বককে টানটান করে। চন্দন গুঁড়ো, গোলাপ জল আর মুলতানি মাটি একসঙ্গে মিশিয়ে মুখে মাখলে ত্বক হবে টানটান।

Skip to content