সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


জিপে করে জঙ্গল সাফারির সময় বিপত্তি। জলদাপাড়া জাতীয় উদ্যানে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়লেন একদল পর্যটক। আচমকা মত্ত দুই গন্ডার এলাকা দখলের লড়াই করতে করতে উঠে আসে জঙ্গলের রাস্তার ওপর। সে সময় ওই রাস্তা দিয়েই ‘সাফারি কার’ যাচ্ছিল পর্যটকদের নিয়ে।
পর্যটকরা শনিবার দুপুর নাগাদ পশ্চিম জলদাপাড়া রেঞ্জের জঙ্গলে সাফারি গাড়িতে জঙ্গল ভ্রমণে বেরিয়েছিলেন। পর্যটকরা হুডখোলা জিপে দাঁড়িয়ে ভিডিও করছিলেন। ওই সময় ‘সাফারি কার’কে দেখাই দুই গন্ডারের সব রাগ গিয়ে পড়ে সেটির উপর। বিপদ অনুমান করে গাড়িচালকও তীব্র গতিতে পিছিয়ে আসেন। কিন্তু সে সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ওই রাস্তা থেকে নর্দমায় উল্টে যায়।
আরও পড়ুন:

চট জলদি ত্বকের জেল্লা ফেরাতে চান? রইল কিছু ঘরোয়া ফেস প্যাকের হদিশ

ভিতর বাহিরে অন্তরে অন্তরে, পরীক্ষা চলাকালীন ও পরবর্তী সময়ে সন্তানের সঙ্গে অভিভাবকদের আলাপচারিতা ও ভূমিকা

এই দুর্ঘটনায় জিপসির চালক-সহ মোট ৭ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের সবাইকে মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:

‘সেলফি’ মুক্তির আগে অক্ষয়ের চোখে জল, কবে থেকে ব্যর্থতায় ডুবে আছেন খিলাড়ি?

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৮: মাতৃভাষায় লিঙ্গ বৈষম্য-বিরোধ জবানি

বনকর্মীদের কথায়, জলদাপাড়ায় গন্ডারদের এ রকম আক্রমণের কোনও নজির নেই। তাঁরাও এমন ঘটনায় বিস্মিত। আহতদের মধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে দুজনের শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Skip to content