রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


হাগদা নামের এক ছোট্ট গ্রামে বাস করে কিছু সহজ সরল মানুষ। তারা অল্পেতেই খুশি। নিজেদের সুখ-দুঃখ ভাগ করে নিয়ে তারা বেশ আছে।
হঠাৎ একদিন গ্রামের বহুদিনের বন্ধ হয়ে থাকা ডাকঘরে পোস্টমাস্টার হয়ে আসে শহরের ছেলে, দামোদর দাস। প্রায় পোড়ো ভুতুড়ে ডাকঘর আবার সচল হয়। গ্রামবাসীদের সুখ দুঃখের অংশীদার হয়ে ওঠে দামোদর। তার আলাপ হয় গ্রামের মেয়ে মঞ্জরীর সঙ্গে।
আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৫: বলবয় থেকে বিশ্বসেরা

নাট্যকথা: নবকলেবরে রক্তকরবী

চেনা দেশ অচেনা পথ, পর্ব-৬: প্রকৃতি নিয়ে পর্যটন

আজ প্রেমের দিনে, সত্যি এবং মিথ্যে, সকল প্রেমিক-প্রেমিকারা ‘মিথ্যে প্রেমের গান’ দেখে আসতে পারেন

দামোদর ঠিক করে ডাকঘরে বহুদিনের জমে থাকা চিঠিগুলো সে তাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেবে। প্রতিটি চিঠির পরতে পরতে জড়িয়ে আছে আলাদা আলাদা গল্প। এরই মাঝে শুরু হয় দামোদর এবং মঞ্জরীর এক মিষ্টি ভালোবাসার গল্পের। কি পরিণতি হবে এই ভালোবাসার? পোস্টমাস্টার যে উদ্দেশ্য নিয়ে গ্রামে এসেছে, তা কি সফল হবে? একটি চিঠি কি সত্যিই পারবে একটি মানুষের ভাগ্য বদলে দিতে? নাকি হাগদার ডাকঘর আবারও বন্ধ হয়ে যাবে?
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২৩: মোর সাধের বাসরে ঘটল ‘গৃহ প্রবেশ’

গল্পকথায় ঠাকুরবাড়ি, বিয়েশাদির ঠাকুরবাড়ি

পর্দার আড়ালে, পর্ব-২৬: উত্তম কাছে এসে বললেন, “তোকে অনেক কষ্ট দিয়েছি সাবু, এ বার আমায় মাফ করে দে”

জানতে হলে দেখতে হবে সুহত্র মুখোপাধ্যায়, দ্বিতিপ্রিয়া রায় এবং কাঞ্চন মল্লিক অভিনীত ওয়েব সিরিজ “ডাকঘর”। আগামী ২৪ ফেব্রুয়ারি হইচই-তে রিলিজ করতে চলেছে এই সিরিজ। রচনা পদ্মনাভ দাশগুপ্ত এবং পরিচালনা অভ্রজিৎ সেন।
সিরিজের ট্রেলার ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। সুহত্র এবং দ্বিতিপ্রিয়ার জুটিকে বেশ পছন্দ করছেন মানুষজন। দর্শক আশা করছেন কাঞ্চন মল্লিক এবং মিরাক্কেল খ্যাত অতনু বর্মনের উপস্থিতি যথেষ্ট পরিমাণ হাসির রসদ যোগাবে। ঝকঝকে উপস্থাপনা, এডিটিং, ক্যামেরার কাজ এবং পদ্মনাভ দাশগুপ্তের গল্প বলার ধরন— আশা জাগাচ্ছে যে হইচই আবার একটি সুন্দর ওয়েব সিরিজ আমাদের উপহার দিতে চলেছে।
* লেখিকা পর্ণা চৌধুরী ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content