রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

শীত এ বার বিদায়ের মুখে। তবে মরসুমের শেষে এসে আবার কিছুটা কমল কলকাতার তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কমে হল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি কম। মহানগরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেও হাওয়া অফিস জানিয়েছে।
আরও পড়ুন:

নাম নথিভুক্ত করেও ২ লাখ পরীক্ষার্থী মাধ্যমিকে বসছে না, অতিমারির প্রভাবকেই দায়ী করল পর্ষদ

মাধুরী দীক্ষিতের রেশমের মতো চুলের রহস্য কি? সেই তেল কিন্তু বাড়িতেই বানাতে পারেন

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতা-সহ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা কমলেও তা দীর্ঘ স্থায়ী হবে না। কারণ, আগামী ২৪ ঘণ্টা পর থেকেই রাজ্যে ক্রমশ উত্তুরে হাওয়া দাপট কমবে। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। হাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার থেকে তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

Skip to content