ছবি প্রতীকী
জীবনের প্রথম বড় ম্যাচের আগে অনুশীলনে ফাঁকি নয়, পরীক্ষায় লক্ষ্যভেদ করলে আগামীর পথ মসৃণ হবে
মাধ্যমিক ২০২৩: পাঠ্যবই খুঁটিয়ে পড়লে বাংলায় বেশি নম্বর পাওয়া কঠিন নয়
পড়ার নিয়ম
এখন তো রিভিশন করছো। নতুন কিছু যদি শেখার থাকে তা খুব ভালো করে বুঝে নাও। তাড়াতাড়ি শেখা হয়ে যাবে। আর পুরানো পড়া খুব ধীরে মনোযোগ দিয়ে পড়ে নাও। দেখবে ছবির মতো সব মনের মধ্যে থেকে যাবে। লিখতে হবে। মিলিয়ে দেখতে হবে সব সঠিক লিখতে পারছ কিনা।য ত ধীর স্থির ভাবে পড়বে, তত জমাট হবে স্মৃতি। পরীক্ষার হলেও খুব শান্ত মাথায় লিখবে। সাফল্য আসবেই।
মাধ্যমিক ২০২৩: ইংরাজি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলে ভালো ফল করা সম্ভব, তা দেখে নাও একঝলকে
মাধ্যমিক ২০২৩: ইতিহাসে বেশি নম্বর পেতে অবশ্যই এই প্রশ্নগুলিকে বাড়তি গুরুত্ব দাও
প্রস্তুতি
বাড়িতে পরীক্ষা দাও। পুরানো বছরের সব প্রশ্ন আর মডেল প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা দিতে বসবে। এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনও কনসেপ্ট বা ধারণা স্পষ্ট না হয়ে থাকে এখনও শীঘ্র শিক্ষক-শিক্ষিকাকে নির্ভয়ে বলবে। লজ্জা বা ভয় পড়াশুনাতে পিছিয়ে দেয়।
এগিয়ে যাবে তখনই, যখন তুমি তোমার সমস্যা স্পষ্ট করে বলতে শিখবে। বাবা-মাকে সব কথা খুলে বলবে। বাবা বকবেন, মা রাগ করবেন—এরকম ভেবে নিজের ক্ষতি করবে না। কিসে লাভ, কিসে কিভাবে ক্ষতি হয় এটা বুঝে চলবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা ভালো করবে সবাই।
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫০: লুকোনো বই পড়ার জন্য রবীন্দ্রনাথ বাক্সের চাবি চুরি করেছিলেন
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১: স্নানের আগে রোজ সর্ষের তেল মাখেন?
মাধ্যমিক ২০২৩: একটু সতর্ক হলেই অঙ্কে লিখিত পরীক্ষায় ৯০তে ৯০ পাওয়া সম্ভব
মাধ্যমিক ২০২৩: জীবন বিজ্ঞানে ভালো নম্বর পেতে হলে প্রশ্ন চয়নের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে
পরীক্ষা, পরীক্ষক আর ফলাফল
পরীক্ষায় সব তোমার জানা প্রশ্ন আসবে। প্রশ্নপত্র মন দিয়ে পড়বে। তাড়াহুড়ো করে ভুল উত্তর লিখে দেবে না। প্রশ্ন বুঝলে উত্তর সঠিক হবে। সঠিক প্রস্তুতি মানেই পরীক্ষা ভালো হবে।
পরীক্ষকগণ সর্বদাই পরীক্ষার্থীকে নম্বর দিতে চান। নির্ভুল বানান, সুন্দর উপস্থাপন, সঠিক বাক্য গঠন, পরিষ্কার-পরিচ্ছন্ন হাতের লেখা ভালো নম্বর সহজেই এনে দেবে।
যার কাজ ভালো তার ফল ভালো। কাজের ধরন অনুযায়ী পরীক্ষার ফলাফল তৈরি হয়। একটু সদিচ্ছা থাকলেই নিজের রেজাল্ট তুমি ভালো করতে পারবে।
তোমাদের সবার পরীক্ষা প্রস্তুতি খুব ভালো হোক এই শুভেচ্ছা রইল। আমরা নিশ্চিত যে তোমাদের ফলাফলও ভালো হবে। পরিশ্রম আর যত্নে গড়ে তোলো নিজেদের ভবিষ্যৎ। তাতেই সবার আনন্দ।