ছবি প্রতীকী
করোনাকালে আমরা অনেকেই গরম জল খাওয়া শুরু করেছিলাম। অনেকেরই ধারণা হয়েছিল, গরম জল খেলে হয়তো করোনার জীবাণুকে জব্দ করা যাবে। সেই তত্ত্ব কত দূর ঠিক, তা অবশ্য এখনও প্রমাণিত নয়। কিন্তু গরম জল খাওয়ার অন্য অনেক ভালো দিক আছে, যা কেউ সরাসরি আমাদের না বললেও ইতিমধ্যেই প্রমাণিত। যদি রোজ তিন বেলা এক গ্লাস করে গরম জল খাওয়া যায়, সে ক্ষেত্রে নানা ধরনের উপকার পাওয়া যায়।
রোজ তিন বেলা গরম জল খেলে কী কী হতে পারে?
আরও পড়ুন: